প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৩ মে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানির সাতক্ষীরা আগমন উপলক্ষে জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা বানানী মার্কেটের ৩য় তলায় জেলা তাতীদরের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল আলম বাবু। এসময় এসময় উপস্থিত ছিলেন জেলা তাতী মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা হাসান, তাতী দলের নেতা নাজমুল আলম তারা, শহর তাতীদলের সভাপতি আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাব, লাল্টু, ইসমাইল, শাহাব উদ্দীন, রহিম, ইয়াছিন, মফিজ, আমিনুর প্রমুখ।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর কাওনডাঙ্গা ভায়া গড়িয়াডাঙ্গা কাঁচা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মীর্জানগর মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধূ পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনুর রহমান প্রমুখ। ঐ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঁচা রাস্তাটি পাকা হচ্ছে দেখে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ১৪শ’ ৩০ মিটার কাঁচা সড়ক পাকা করা হবে।
নলতা প্রতিনিধি : সকল দ্বন্দ্ব আর বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে বুধবার (১০ মে) সাতক্ষীরায় পৌঁছেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।
স্পোর্টস ডেস্ক
বিনোদন ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি মঙ্গলবার মেয়ের বাবা হয়েছেন। ভীষণ উচ্ছ্বসিত সামি একটি টুইট বার্তায় এই আনন্দ সংবাদ প্রকাশ করেন। সামি লিখেছেন, ‘আমি আর রয়া পরির মতো এক মেয়েসন্তানের মা-বাবা হয়েছি। প্রার্থনা করেছিলাম আমাদের যেন মেয়েসন্তান হয়। এ জন্য আরও বেশি খুশি লাগছে।’ সামি তাঁর মেয়ের নাম রেখেছেন মেদিনা সামি খান। জানিয়েছেন, মেয়ে ও তার মা দুজনই সুস্থ আছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পর্যালোচনা করে প্রয়োজনে সাংবিধানিক সংস্কার করা হবে।
পার্লামেন্টে বসে স্তন্যদান করা যাবে, এমন আইন গত বছরেই পাস করেছিল অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। আইন পাস করার পরও এত দিন স্তন্যপান করানোর কোনো ঘটনা ঘটেনি দেশটির পার্লামেন্টে। তবে এবার পার্লামেন্ট চলাকালে সন্তানকে বুকের দুধ পান করালেন লারিসা ওয়াটারস নামের অস্ট্রেলিয়ার এক নারী সিনেট সদস্য।
ত্রিদেশীয় সিরিজের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটাও ভালোভাবেই করেছেন তামিম-সাব্বিররা। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২০৪/২।