সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

02প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৩ মে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানির সাতক্ষীরা আগমন উপলক্ষে জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা বানানী মার্কেটের ৩য় তলায় জেলা তাতীদরের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল আলম বাবু। এসময় এসময় উপস্থিত ছিলেন জেলা তাতী মহিলা বিষয়ক সম্পাদিকা রুমা  হাসান, তাতী দলের নেতা নাজমুল আলম তারা, শহর তাতীদলের সভাপতি আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাব, লাল্টু, ইসমাইল, শাহাব উদ্দীন, রহিম, ইয়াছিন, মফিজ, আমিনুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর কাওনডাঙ্গা ভায়া গড়িয়াডাঙ্গা কাঁচা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মীর্জানগর মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধূ পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনুর রহমান প্রমুখ। ঐ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঁচা রাস্তাটি পাকা হচ্ছে দেখে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ১৪শ’ ৩০ মিটার কাঁচা সড়ক পাকা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

001নলতা প্রতিনিধি : সকল দ্বন্দ্ব আর বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে বুধবার (১০ মে) সাতক্ষীরায় পৌঁছেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি।
বুধবার সকাল ১১ টায় তিনি সাতক্ষীরায় পৌঁছানোর সাথে সাথে তার নির্বাচনী এলাকার শত শত দলীয় নেতাকর্মী মটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় নিয়ে যায়।
তিনি নিজ গ্রামে পবিত্র শবে-বরাত পালন, নেতাকর্মীদের সাথে মতবিনিময়, নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানের জন্য সাতক্ষীরায় এসেছেন বলে জানা গেছে।
সফর সম্পর্কে ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, আগামী নির্বাচনে তৃনমূলে আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং বিএনপি ও জামায়াত-শিবিরের অপতৎপরতা রোধে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করবো। এছাড়া দেশকে জঙ্গিবাদ এবং মাদকাসক্ত করার চ্যালেঞ্জ নিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যমত গড়ে তুলবো।
এদিকে ডা. আফম রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা থেকে নিজ গ্রাম নলতায় যাওয়ার পথে দেবহাটা উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর পবিত্র শবে-বরাত উপলক্ষে নিজস্ব বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আংশগ্রহণ করেন ডা. আ ফ ম রুহুল হক এমপি ও তার সহধর্মীনি ইলা হক।
পরে বিকাল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নলতায় তাঁর নিজস্ব বাসভবনে এক মতবিনিময় করেন অধ্যাপক রুহুল হক এমপি।
এদিকে ডা. আ ফ ম রুহুল হক এমপি আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়মে আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এবং বিকাল ৩ টায় দেবহাটা উপজেলার কুলিয়ায় আয়োজিত উপজেলার দলীয় সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
e6199cb9ebc50ab4f3b150f2f5732730-591318033b7dcস্পোর্টস ডেস্ক :ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা দারুণ হলো বাংলাদেশের। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে তামিম ইকবাল ও সাব্বির রহমানের গড়ে দেওয়া দুর্দান্ত ভিতের ওপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর আক্রমণাত্মক ব্যাটিং ৭ উইকেটে ৩৯৪ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছে টাইগারদের।

বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট মাঠে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সৌম্য সরকারকে নিয়ে তামিম ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু সৌম্য থাকতে পারেন নি বেশিক্ষণ। দলীয় ৪৪ রানে ক্রেইগ ইয়াংয়ের বলে টাইরন কেনের হাতে ক্যাচ দেন সৌম্য (১৭)।

এরপর তামিমের সঙ্গে ক্রিজে থিতু হয়ে যান সাব্বির। দুজনে শতাধিক রানের জুটি গড়েন। ৪৯ বলে ১১ চারে ৫০ রান পূর্ণ করেন তামিম। আগের দুটি প্রস্তুতি ম্যাচ না খেলা এ ওপেনার অবশ্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৭৪ বলে ৮৬ রান করে আউট হন তিনি। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে ইয়াংয়ের হাতে ধরা পড়েন তিনি, ১৪ চার ও ২ ছয়ে সাজানো তার ইনিংস। সাব্বিরের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন তামিম।

৪৯ বলে ৭ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করা সাব্বির সেঞ্চুরি করেন ৮২ বলে। ১৬ চার ও ১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান সাব্বির। আরও চার বল খেলে কোনও রান যোগ না করে রিটায়ার্ড আউট হন তিনি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে সাব্বির অর্ধশতাধিক রানের জুটি গড়েন ৩৮ বলে। ২৭ বলে ৩১ রান করেন মোসাদ্দেক। সাকিব আল হাসানও করেছেন ঝোড়ো ব্যাটিং, ২৭ বলে করেন ৪৪ রান।

শেষদিকে ঝড় তোলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। মাত্র ৪৮ বলে ৯১ রানের জুটি গড়ে টেস্ট অধিনায়ক মুশফিক ২৪ বলে ৪১ রান করে আউট হন। ৪৮ ওভারে ৩৭৬ রানে মুশফিক ষষ্ঠ ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন।

মাহমুদউল্লাহ ৩১ বলে ৮ চার ও ১ ছয়ে করেন ৪৯ রান। মাশরাফি মুর্তজা ৮ রানে অপরাজিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

171e90964d9201374e0496a6be58fb2a-5913181ac8642বিনোদন ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি মঙ্গলবার মেয়ের বাবা হয়েছেন। ভীষণ উচ্ছ্বসিত সামি একটি টুইট বার্তায় এই আনন্দ সংবাদ প্রকাশ করেন। সামি লিখেছেন, ‘আমি আর রয়া পরির মতো এক মেয়েসন্তানের মা-বাবা হয়েছি। প্রার্থনা করেছিলাম আমাদের যেন মেয়েসন্তান হয়। এ জন্য আরও বেশি খুশি লাগছে।’ সামি তাঁর মেয়ের নাম রেখেছেন মেদিনা সামি খান। জানিয়েছেন, মেয়ে ও তার মা দুজনই সুস্থ আছেন।

সাত বছর আগে রয়াকে বিয়ে করেন সামি। তাঁদের সংসারে মেদিনাই প্রথম সন্তান। অবশ্য প্রথম স্ত্রী জেবা বখতিয়ারের সঙ্গে আজান নামের একটি ছেলে আছে তাঁর। দ্বিতীয় স্ত্রী সাবার সংসারে কোনো সন্তান নেই। মাত্র এক বছর টিকেছিল সেই সংসার। জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ক এক বছর হলো ভারতের নাগরিকত্ব পেয়েছেন।
মেয়েকে নিয়ে সামি বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনই কন্যাসন্তান চেয়েছিলাম। আমার মেয়ে ইতিমধ্যে আমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। ওর জন্মের পর আমি গানবাজনার প্রতি নতুন করে আগ্রহ পাচ্ছি। মেয়ে আমার চোখের মণি হয়ে থাকবে।’
আদনান সামির জনপ্রিয় গানের মধ্যে আছে ‘ভিগি ভিগি রাতো মে’, ‘লিফট কারা দে’, ‘সুন জারা’, ‘সালাম-এ-ইশক’, ‘ভার দো ঝোলি’ ইত্যাদি। ইন্ডিয়া টুডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1494419324বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পর্যালোচনা করে প্রয়োজনে সাংবিধানিক সংস্কার করা হবে।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ভিশন ২০৩০’ শীর্ষক ভবিষ্যৎ সরকার পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনীর মাধ্যমে গণভোট প্রথা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে এবং বিচারপতি অভিসংশনে সংসদের হাতে ক্ষমতা ন্যস্ত করেছে। এসব অগণতান্ত্রিক বিধান বাতিলে পর্যালোচনা করে প্রয়োজনে সাংবিধানিক সংস্কার আনা হবে।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে।

খালেদা জিয়া বলেন, ২০৩০ সালের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ যাতে কয়েকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় অলিম্পিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে।

‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে,’ যোগ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘দেশের মালিকানা জনগণের হাতে নেই। বিএনপি জনগণের হাতে দেশের ক্ষমতা তুলে দেবে।’

খালেদা জিয়া বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বিএনপি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করবে। কমিশন গঠন করে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের জন্য নীতিমালা তৈরি করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1494394945পার্লামেন্টে বসে স্তন্যদান করা যাবে, এমন আইন গত বছরেই পাস করেছিল অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। আইন পাস করার পরও এত দিন স্তন্যপান করানোর কোনো ঘটনা ঘটেনি দেশটির পার্লামেন্টে। তবে এবার পার্লামেন্ট চলাকালে সন্তানকে বুকের দুধ পান করালেন লারিসা ওয়াটারস নামের অস্ট্রেলিয়ার এক নারী সিনেট সদস্য।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি ভোট অনুষ্ঠিত হয়। সেখানে দুই মাস বয়সের মেয়ে আলিয়া জয়কে সঙ্গে নিয়ে আসেন লারিসা। তিনি বামপন্থী গ্রিনস পার্টির একজন সদস্য। দেশটিতে তিনিই প্রথম পার্লামেন্টে বসে সন্তানকে স্তন্যদান করে ইতিহাস গড়লেন।

লারিসা বলেন, ‘পার্লামেন্টে নারী ও মা-বাবার অংশগ্রহণ বাড়ানো দরকার।’

‘এবং আমাদের সবার জন্য পরিবার-বন্ধুভাবাপন্ন কর্মস্থল ও সাশ্রয়ী শিশু পরিচর্যাকেন্দ্র দরকার।’

এ বিষয়ে আরেকজন সিনেট সদস্য কেটি গালাগহার বলেন, ‘বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে নারীরা এটা করছে।’ তিনি এ মুহূর্তটির স্বীকৃতি দাবি করেন।

তবে বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টে স্তন্যদানকে বেশ স্পর্শকাতর বলে বিবেচনা করা হয়। ২০১৬ সালে স্পেনের পার্লামেন্ট সদস্য ক্যারোলাইনা বাসকানসা দেশটির পার্লামেন্টে স্তন্যদান করার জন্য সমালোচিত হয়েছিলেন। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টে স্তন্যদানের বিষয়টি বিবেচনায় আনার জন্য পরামর্শ দেন রাজনীতিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1494418087ত্রিদেশীয় সিরিজের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটাও ভালোভাবেই করেছেন তামিম-সাব্বিররা। এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২০৪/২।

টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান জমা করেছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। সৌম্য অবশ্য খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। নবম ওভারে ফিরে গেছেন ১৭ রান করে। তবে আরেক ওপেনার তামিম দেখাচ্ছেন দারুণ নৈপুণ্য। পূর্ণ করেছেন অর্ধশতক। দ্বিতীয় উইকেটে সাব্বিরকে সঙ্গে নিয়ে তামিম গড়েছিলেন ১০৩ রানের জুটি। ২৩তম ওভারে তামিম আউট হয়ে গেছেন ৮৬ রান করে। ৭৪ বলে ৮৬ রানের ঝলমলে এই ইনিংসটি খেলার পথে তামিম মেরেছেন ১৪টি চার ও দুটি ছয়।

তামিম আউট হয়ে গেলেও সাব্বিরের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্ধশতক পূর্ণ করে উইকেটে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫৭ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন সাব্বির। সাকিব ব্যাটিং করছেন ৩৪ রান নিয়ে।

আগামী ১২ মে থেকে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এর পরপরই মাশরাফি-মুশফিকরা খেলবেন আইসিসির জনপ্রিয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস ট্রফিতে।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest