পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শনিবার সকালে পাইকগাছার আলোচিত একটি ধর্ষণ মামলার তদন্ত কাজ শুরু করেছেন। তদন্তকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিচালক ও কয়রা-পাইকগাছার সমন্বয়কারী নিজাম উদ্দীন। উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, আব্দুল আলী, আজহারুল ইসলাম পল্টু ও প্রশান্ত রায়। উল্লেখ্য, উপজেলার রাড়–লী গ্রামের সালাম গাজীর বিরুদ্ধে ২৯ অক্টোবর রাতে আজাদুল গাজীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) ০৯ (১)-৩০ ধারায় ২৫নং করা মামলা হয়। মামলায় পুলিশের গড়িমসির কারণে ভিকটিম রাবেয়া খাতুন ১৯ ডিসেম্বর’১৬ পুলিশ মহাপরিদর্শক এ,কে,এম শহিদুল হক বরাবর স্ব-হস্তে লিখিত অভিযোগ দাখিল করে। যার ডায়েরি নং- ১৩৮৪, তাং- ১৯/১২/২০১৬। পুলিশ মহাপরিদর্শক বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, খুলনাকে পাঠালে তার নির্দেশে পাইকগাছা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামি সালাম গাজীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ২ জানুয়ারি’১৭ তারিখে মানবাধিকার সংগঠণের কাছে আইনী সহায়তার জন্য আবেদন করে।

আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্র্রার লুৎফর রহমানের বিরুদ্ধে এবার সরকারি সম্পত্তি (ভিপি) ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তা রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে। একই সাথে সরকারের বিপুল পরিমাণ রাজস্বও ফাঁকি দেয়া হয়েছে। আর এ সরকারি জমিটি হচ্ছে শহরের কাটিয়া নারকেলতলা সার গোডাউনের পিছনে স্বর্ণ ব্যবসায়ী দে ব্রাদার্সের মালিক আশুতোষ দের দখলে থাকা তিনতলা বাড়িসহ ২৪ শতক জমি। আশুতোষ দে এই সম্পত্তি শহরের এক ধর্ণাঢ্য স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করে বর্তমানে ভারতে বসবাস করছেন।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক কমিটির এক সভা শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গের বার্ষিক আনন্দ ভ্রমণের স্থান হিসেবে সিলেট ভ্রমণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়।
গুলশানের হলি আর্টিজানে হামলার আসামী এবং অন্যতম প্রধান পরিকল্পনাকারী জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। হামলার অন্যতম এই আসামীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বিনোদন ডেস্ক: শাহরুখের নতুন ছবি ‘রইস’ নিয়ে ধীরে ধীরে উষ্ণতা চড়ছে। ইতোমধ্যেই ছবি নিয়ে প্রমোশন শুরু করেছেন শাহরুখ খান ও রেড চিলিস টিম। এর অংশ হিসেবে শাহরুখ পৌঁছেছেন সালমানের বিগবসের ঘরেও!
বিনোদন ডেস্ক: ভারতে আসার ইচ্ছেটা তাঁর অনেক দিনেরই। আর সেটা বাস্তবায়িত হয়েছে একমাত্র দীপিকার জন্য। কথাটা বলেই দীপিকা পাড়ুকোনের গালে হালকা করে ঠোঁট ছোঁয়ালেন ভিন ডিজেল। ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এর তারকাদের মধ্যে কেমিস্ট্রি যে বেজায় পোক্ত, তা এই ছোট্ট দৃশ্যটার মধ্যে দিয়েই বোঝা গেল।