সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

সাতক্ষীরায় কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পাট ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে বৈকারী ইউনিয়নের মৃগীডাঙ্গা বিলের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহতের শওকত আলী সানা (৪২) মৃগীডাঙ্গা গ্রামের মাসুদ সানার ছেলে।

বৈকারী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, শওকত আলী সানা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করত।

মঙ্গলবার দুপুরে ক্ষেতের কাটা পাট বাঁধতে সে মৃগীডাঙ্গা -বাউখোলা বিলের মাঝে একটি পাট ক্ষেতে গিয়ে সন্ধ্যার পরেও ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আটটার দিকে পাট ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ আগষ্ট বিকাল ৫টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান মুকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক আবিদ হাসান তানভির, ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ দেবহাটা উপজেলার কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা সারাদেশের ন্যায় দেবহাটাকে শান্তিপূর্ণ রাখতে ও সকল সেক্টরে বৈষম্য দূর করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডাকাত আতঙ্কে সাতক্ষীরা শহরবাসী : মুনজিতপুর যুবসংঘ বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা

নিজস্ব প্রতিনিধি : ডাকাত আতঙ্কে শহরবাসী মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মুনজিতপুর যুব সংঘ বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে। দেশি অস্ত্রের মুখে জিম্মি করে শহরের এক বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। গত ৫ই আগষ্ট ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে। সেই সুযোগে একদল সুযোগ সন্ধানি দুঃকৃতিকারী শহর গ্রামের বিভিন্ন স্থানের অফিস, বাড়ী, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করছে।

এ ঘটনার শিকার হয়েছে সাতক্ষীরা শহরের মুনজিতপুর সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা মোহাম্মদ কেরামত আলীর পুত্র মোঃ ইনছার আলী। সে পেশায় কাঠমিস্ত্রী। ঘটনা সুত্রে জানাযায় গত ১২ আগষ্ট সোমবার রাত ৯ টা বাড়ীতে পুরুষ শূন্য। ইনছার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, আমি বাথরুম থেকে ঘরে পরিবেশ করতে আকষিক ভাবে মুখে কালো কাপড় বাধা কালো পোশাক পরিহিত ৩ জন যুবক আমার গলায় ছুরি ধরে এবং তারা বলতে থাকে টাকা পয়সা যা কিছু আছে বের করে দেয় আমি তাদেরকে বলি আমরা গরিব মানুষ ফার্নিচার কাঠমিস্ত্রির কাজ করে খায় আমাদের টাকা পয়সা নেই। না দিলে তোকে জবাই করে দেব। গলায় অস্ত্র ধরে জবাই করতে উদ্দত হয়। তখন আমি জীবন বাঁচাতে মৃত্যুর ভয়ে বলি আমাদের অনেক কষ্টের জমানো কিছু টাকা বিছানার তষকের নিচে আছে।

সেখানে রক্ষিত ১০ হাজার টাকা ছিল সেটা নিয়ে তারা চলে যাওয়ার সময় বলে চিল্লাচিল্লি করলে ফিরে এসে জবাই করে দিয়ে যাব বলে তারা চলে যায়। এ ব্যাপারে ইনছার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন সাতক্ষীরা আর্মি ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এলাকাবাসী শেখ আহসানুল্লাহ বলেন, ইনছার আলীর বাড়ি ডাকাতি হয়েছে ফেসবুকে আমরা যা দেখছি এভাবে ডাকাতি হতে থাকলে আমরা ভীষণভাবে আতঙ্কের ভিতরে রয়েছি সকলে ই সজাগ থাকুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। ইনছার আলীর ভাই এস এম মহব্বত হোসেন বলেন, আমার ৬৫ বছর বয়সে মুজিতপুর এলাকায় এ ধরনের জঘন্য কাজ হতে দেখেনি। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি। সেই থেকে এলাকাবাসী ডাকাত আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। এলাকায় পাহারা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম না থাকায় মুনজিতপুর যুব সংঘ আব্দুল্লাহ ‘র নেতৃত্বে প্রায় ৪৫ জন যুবক বাঁশি ও লাঠি হাতে প্রতি রাতে রাত জেগে এলাকার যুবসমাজ মুনজিতপুর সহপাশ্ববর্তী এলাকার পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির দুই গ্রæপের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির দুই গ্রæপের পৃথক দুটি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন মাইক্রোবাসষ্ট্যান্ডে ও সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত পৃথক অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম।

অবস্থান কর্মসূচী দুটিতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক হাবিবুর রহমার হবি, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, আবুল হাসান হাদী, শের আলী, আবু জাহিদ ডাবলু, আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের প্রধান সমম্বয়ক আইনূল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার দায়ে সৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাকে সর্বেচ্চ শাস্তি দি;েত হবে। ফ্যাসিবাদের দোসররা যাতে কোন ভাবে পার না পায় সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময়

কে এম রেজাউল করিম দেবহাটা:
দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস স্টাফ, দলিল লেখক ও সেবা গ্রহীতাদেরকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর সাব-রেজিস্ট্রার ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦

আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপির সদস্য মোখলেছুর রহমান, সাজু পারভীন, সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি জাহিদ হোসেন সাধারন সম্পাদক আবু সাইদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও হয়রানি রোধে সকলকে একসাথে কাজ করতে হবে। কোন কর্মকর্তা যদি দুর্নীতি বা হয়রানির চেষ্টা করে সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া জমি বেচা-কেনা সহ সকল ধরনের কাজে দালাল থেকে দুরে থাকার আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবজমিন’র সাতক্ষীরা প্রতিনিধির নিয়োগ পেলেন বিপ্লব

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার তরুণ সাংবাদিক এস এম বিপ্লব হোসেন। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বুধবার (১৪ আগস্ট) থেকে এ নিয়োগ কার্যকর হয়।

শিক্ষাগত জীবনে বিপ্লব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ের উপরে স্নাতক ডিগ্রী অর্জন করে সাতক্ষীরা ল’কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। বিপ্লব হোসেন ২০১১ সালে সাতক্ষীরা থেকে প্রচারিত রেডিও নলতায় যোগদানের মধ্যদিয়ে শুরু করেন সাংবাদিকতা। পরে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।

এস এম বিপ্লব হোসেন পত্রিকাটির সম্পাদক ও কলাকুশলী সহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের রোড মার্চ

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে রোড মার্চ পালিত হয়েছে।

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলন তালা উপজেলার আয়োজনে বুধবার (১৪ আগষ্ট) তালা বিদে সরকারি স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু করে তালা প্রেসক্লাব এর সামনে এসে শেষ হয়।
এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র সাঈদ ওমর আল-ফয়সাল, ঢাকা সোহরাওয়াদী কলেজের ছাত্র আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র রবিউল ইসলাম শেখ, সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র শরিফুল ইসলাম প্রমুখ। এসময় মির্জা সাকিব, ফাইম হোসেন ফুল, শাহ-জালাল আহম্মেদ, মোঃ আল রিদওয়ানুল ইসলাম, তানভীর রহমান, রাবেয়া খাতুন সহ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা ৪ দফা তুলে ধরেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৪ দফা দাবি হলো
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। ৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। ৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের রূপার গহনা উদ্ধার

প্রেস বিজঞপ্তি সাতক্ষীরায় ১৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি। ১৩ আগস্ট সন্ধ্যায় মাদরা সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ২শ গ্রাম ভারতীয় রুপার গহনা আটক করে।

৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদ প্রাপ্তির পর মাদরা কোম্পানী কমান্ডার সুবেদার কাজী বদরুল
আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি’র টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে রুপার ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৯ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার ওজন ০৯ কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫২হাজার ৪শ টাকা।
হাজার চারশত) টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি (সাধারন ডায়েরী) করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রুপার গহনা
সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest