সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদসমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভাস্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনমেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠনদেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটকশ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধনগ্রামের কথা নিউজ পোর্টাল’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটাসাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: আবুল কাসেম সভাপতি-আসাদুজ্জামান সম্পাদকসাতক্ষীরায় শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাদেবহাটায় জুলাই গনআন্দোলনে আহত ২ যোদ্ধাকে চিকিৎসা সহায়তা

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানে সাতক্ষীরায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ দিবস উপলক্ষে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) সকালে ১৫ সংগঠনের শতাধিক নারী পুরুষের সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা পূলক চক্রবর্তী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, ওয়ান স্টপ সার্ভিসের আব্দুল হাই সিদ্দীকি, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান প্রমুখ।

বক্তারা এসময় নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগসহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলির কার্যকর ভুমিকা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা এসময় নারীর প্রতি সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া, নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়-প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া, নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা, নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানো এবং জন-প্রতিরোধ গড়ে তোলা, সংবাদ মাধ্যম গুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগন ঘটনার শিকার নারীকে হেয় ও প্রতিপন্ন না করে ঘটনা সংঘটনকারীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে সহায়তা করা, ঘটনার ছবি বা ভিডিওচিত্র প্রকাশ ও প্রচারে দায়িত্বশীল হওয়া যাতে ওই নারী ও তার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়, এসব দাবি সমুহ তুলে ধরেন তারা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৮৯ টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৮৯ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে বিকাশ ও নগদের ভুল নাম্বারে চলে যাওয়া ৮১ হাজার টাকাও মালিকদের কাছে ফেরত দেন।

সোমবার সাতক্ষীরা পুলিশ লাইস্ এর ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ফেরত দেওয়া হয়।

এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত ১৩৪০ টি হারানো মোবাইল এবং ৩৬লক্ষ ৬৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে মরিচ্চাপ নদের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামিরুল ইসলাম উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, , জামিরুল, তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুলসহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে স্তুপ করা মাটি ধ্বসে পড়লে জামিরুল মাটি চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যেকোনো `চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত নতুন সিইসি

অনলাইন ডেস্ক :
শপথের সম্মান বজায় রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে সবাইকে সঙ্গে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন নতুন সিইসি।

নবগঠিত নির্বাচন কমিশনের শপথগ্রহণ শেষে রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি নাসির উদ্দীন। এসময় এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।

নতুন সিইসি বলেন, ‘শপথ যেটা নিয়েছি। শপথের সম্মান রাখতে চাই। শপথ সমুন্নত রাখবো। এই দায়িত্বকে জীবনের বড় সুযোগ হিসেবে দেখছি। জাতির জন্য কিছু করতে এটা বড় সুযোগ।’

‘দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন।’

তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নবগঠিত নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের দক্ষ টিম রয়েছে, আমরা আত্মবিশ্বাসী। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।’

তবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ইসির একার বিষয় নয় মন্তব্য করে নাসির উদ্দীন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচন করতে গেলে বিদ্যমান ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিইসি বলেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করে দিয়েছেন। তারা কাজ করছেন। ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ পেশের জন্য বলা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ এলে প্রয়োজন অনুযায়ী তা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো ভোটাধিকার নিয়ে দাবি জানিয়ে আসছে। আমরা তাদের সঙ্গে পাবো। এছাড়া নতুন প্রজন্ম ভোট দিতে মুখিয়ে আছে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’

এক প্রশ্নের জবাবে তার চাকরি জীবনে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করার উল্লেখ করে সাবেক সচিব নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনেও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব।’

এর আগে নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন— সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা স্কাউটস’র কমিটি গঠন জেলা প্রশাসক সভাপতি : সম্পাদক  জাহাঙ্গীর হোসেন

প্রেসবিজ্ঞপ্তিঃ বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউস্নিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পল্টু ১৭ ভোট পান।কমিশনার পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মাজেদ নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ১৩ ভোট। কোষাধক্ষ পদে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ স্বপন কুমার মিত্র পেযেছেন ১৪ ভোট। বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অনুপ কুমার ঘোষ। নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির আঞ্চলিক প্রতিনিধি মো: আবু হান্নান এলটি, ও সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা মো: জামাল উদ্দীন এলটি সহ আরও অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে সাঁকো নির্মান

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে নদী ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যস্ততম খেয়াঘাটের কাছে বেতনা নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শুক্রবার দিনভর বাহাদুরপুর ও বুধহাটা গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় এ সাঁকোটি নির্মাণ করা হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী ভরাটের কারনে কেয়াঘাটটি বন্ধ হয়ে গেলে মানুষ পায়ে হেটে নদী পারাপার করতো। কেক বছরাধিকাল নদী খনন কাজ শুরু হলে নদীতে বাঁধ দেওয়ায় মানুষ বাঁধের উপর দিয়ে পারাপার করতো। গেল বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নদীর উপর আড়াআড়ি ভাবে মাটির বাঁধ কেটে দেয় উপজেলা প্রশাসন। এতে করে বাহাদুরপুর, কচুয়াসহ আশপাশের মানুষের সাথে বুধহাটা বাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বুধহাটা বাজারে আগত সাধারণ মানুষের।

এ ভোগান্তি লাঘবের জন্য বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে বাঁশ ও গাছের গুড়ি দিয়ে বুধহাটা খেয়াঘাটস্থ বেতনা নদীর উপর নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। শ্রমিক খরচ বাবদ পারাপার হওয়া মানুষ প্রতি দুই টাকা করে আদায় করতে দেখা গেলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুধহাটা গ্রামের খেয়াঘাটস্থ ইলেকট্রিক মেকানিক আমিনুর রহমান বলেন, সরকারি সহযোগিতা ছাড়াই বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ করায় একদিকে যেমন আমাদের অনেক ভোগান্তি কমেছে অন্যদিক দিকে দুই গ্রামের মানুষের আত্মিক বন্ধন মজবুত হয়েছে।

বাহাদুরপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, বেতনা নদীর খনন কাজ শেষ হলে সাঁকোর স্থলে একটি ব্রিজের দাবি জানান তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জে কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়

২৩ নভেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে
‘কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আতালতের রায় এবং মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন’ বিষয়ক অধ্যুষিত জনগোষ্ঠীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ও লবণ পানি থেকে পোলের খাল রক্ষা আন্দোলনের নেতা রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। উক্ত আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন বেলা’র নেটওয়ার্ক সদস্য ও সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এলাকার কৃষিজীবী মানুষ সংকটের মধ্যে আছে। কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে হাইকোর্টের নির্দেশ আছে। তা সত্তে¡ও সাতক্ষীরার অনেক জায়গায় লবণ পানি ঢুকিয়ে জোরপূর্বক চিংিড়ি চাষ করছে। কেউ হাইকোর্টের নির্দেশ মানছে না। সরকারী দপ্তরগুলোও এই আদেশকে গুরুত্ব সহকারে দেখছে না।

সম্প্রতি কৈখালী এলাকার পোলের লবণমুক্ত করা হয়েছে স্থানীয় আন্দোলনের মাধ্যমে। সেখানেও আইন না মেনেই লবণ পনি ঢুকিয়ে চিংড়ি চাষ করছিল। বক্তারা তাদের বক্তব্যে জরুরীভাবে কৃষিজমি রক্ষায় এবং পুরাতন কৃষিব্যবস্থা বাস্তবায়নে পোল্ডারের মধ্যে লবণ পানি প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের দাবি জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক, বেলা নেটওয়ার্ক সদস্য ও অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, হাশেম আলী, মনিয়ম বেগম, নাসির উদ্দীন, হালিমা বেগম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী।

শুক্রবার দুপুর উপজেলার মাঝিয়াড়া শশ্মানঘাটের পাশে নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানান, স্থানীয়রা নদীর চরে রাবেয়া বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তবে কি ভাবে মারা গেছে ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest