সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ

তালা সংবাদদাতা ॥
তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ^াস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম, শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন শাশ^ত, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার,শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু,সেকেন্দার আবুজাফর বাবু, এসএম নাহিদ হোসেন, জনপ্রতিনিধি শিরিনা সুলতানা, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।

সভায় ছাত্র, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এ সময় তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা,লুটপাট,অগ্নিসংযোগ বিশৃঙ্খরা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ ও প্রধান নির্বাহি নাজিমের বিরুদ্ধে ৫ কোটি ৬৭ লাখ টাকা লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও প্রধান নির্বাহি নাজিম উদ্দীনের বিরুদ্ধে ৫ কোটি ৬৭ লাখ টাকার অর্থ লুটপাট ও নানা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। রবিবার বেলা ১২ টায় পৌরসভার কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর মেয় চিশতি বলেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে মিথ্যা অজুহাত দেখিয়ে বারবার আমাকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে বরখাস্ত করে জেলে প্রেরণ করা হয়েছে। আমি দেশের বাহিরে থাকা অবস্থায়ও তথাকথিত মিথ্যা ও বানোয়াট নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, আমি কাউন্সিলরদের দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে তারা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, সরকার কর্তৃক বেআইনিভাবে আমাকে বরখস্ত করার পর আমি বারবার হাইকোর্ট ও আপিল বিভাগ হতে স্থগিত আদেশ নিয়ে আইনগতভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করলে প্রশাসনকে দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করা হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমুদ্দিনের যোগসাজশে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান আমাকে পৌরসভায় প্রবেশ করতে না দিয়ে জোর করে মেয়রের কার্যালয় দখল করে নেয়। আইনের তোয়াক্কা না করে নিজেকে স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত মেয়র দাবি করে ফিরোজ হাসান। তারা পৌর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতি করে। সর্বশেষ বিগত ৩০/৬/২০২৩ তারিখে আমি সর্বশেষ যেদিন অফিস করি সেদিন পৌরসভায় ফান্ডে ৯ কোটি ১৭ লক্ষ ৬১ হাজার ৮৮৪ টাকা ছিল। অথচ আজ পর্যন্ত ফান্ডে রয়েছে ৭ কোটি ৩ লক্ষ ৬২ হাজার টাকা। অর্থাৎ এই ফান্ড থেকে তারা ২ কোটি টাকা লুটপাট করেছে। এছাড়া পৌর সভার বাড়ির প্লান পাশ করার জন্য নাগরিকদের নিকট থেকে কাউন্সিলর কাজী ফিরোজ হাসান রশিদ ছাড়ায় ১ লক্ষ টাকা চাঁদা আদায় করে তা লুটপাট করেছে। এখানেই শেষ নয় দ্য পোল স্টার স্কুলে দুই জন স্টাফ নিয়োগ দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা নিয়েছে তারা। দূর্নীতির ফিরিস্তি এখানেই শেষ নয়, আমার অনুপস্থিতিতে কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিমুদ্দিনের নেতৃত্বে রাস্তাঘাট নির্মাণ, চিকিৎসা বাবদ, অবকাঠামো উন্নয়নের নামে সাড়ে ৩ কোটি টাকা লুটপাট করেছে।

এছাড়া পৌরসভার ১০ টি পদে স্থায়ী কর্মকর্তা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়ে কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিমুদ্দিন লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করার চেষ্টা করেছিল। যা সাংবাদিকদের লেখনীর কারনে সেই বাণিজ্যের বিজ্ঞপ্তি স্থগিত হয়। পৌর মেয়র চিশত আরো বলেন, পৌরসভার সিইও নাজিমুদ্দিন পৌরসভার মতো একটি পবিত্র জায়গায় বসে মদ পান করতো। তার অত্যাচারে পৌরবাসী অতিষ্ঠ ছিল।

সংবাদ সম্মেলন থেকে তিনি এসময় বলেন, এই দূর্ণীতির সকল টাকা ফেরত দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সংবাদ সম্মেলনে এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পৌরসভার নাগরিকগন উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাভাবিক কার্যক্রমে দেবহাটা থানা পুলিশ

কে এম রেজাউল করিম দেবহাটা :
বিজিবির উপস্থিতিতে দেবহাটা সহ সাতক্ষীরার চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত (৫ আগস্ট) সন্ধ্যায় বন্ধ হওয়ার পর (১০ আগস্ট) থেকে আবারও সীমিত পরিসরে সাতক্ষীরার সীমান্তবর্তী চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে।

যার মধ্যে শনিবার বিকালে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে দেবহাটা থানায় এ কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল হক, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা,
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহেনা পারভীন, জামায়াত নেতা ফয়জুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জননিরাপত্তায় সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবির টহল

শ্যামনগর প্রতিনিধি :
নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিজিবি সদস্যরা নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধসহ থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিতে দেখা যায় বিজিবিকে। এছাড়াও এসব এলাকার বিভিন্ন থানা পরিদর্শন করে তাঁরা।

কালিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের নীলডুমুর ব্যাটেলিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, আমরা সীমন্ত রক্ষার পাশাপাশি নিয়োজিত হয়েছি বাংলাদেশের বর্তমান যে সংস্কার প্রয়োজন সেটা নিয়ে কাজ করা। যে অফিসিয়াল কার্যক্রম গুলো চালু করা প্রয়োজন সেগুলোকে চালু করতে প্রশাসনকে সহযোগিতা করা এবং রাষ্ট্রযন্ত্রকে চালু করা। এখন আমাদের প্রধান দায়িত্ব হল আমাদের যে থানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই থানাগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং থানাগুলোতে কার্যক্ষম করা। থানাগুলোকে কার্যক্রম্য শুরু করতে পুলিশ প্রশাসনকে যে সহযোগিতা করার তা বিজিবির পক্ষ থেকে করা হবে।

এছাড়াও তিনি বলেন, এই মুহূর্তে থানা গুলোকে যদি কার্যক্ষম করতে না পারি তাহলে আমাদের জনগণ তাদের কাঙ্খিত সেবাটুকু পাবে না। আর কাঙ্খিত সেবাটুকু যদি না পেলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি হয়েছে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকলকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন- কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালিগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক রাকিব হোসেন, মিডিয়া সমন্বয়ক শেখ শোয়েব আহমেদ, সমন্বয়ক রিয়াজ হোসেন, কালিগঞ্জ থানার নিরাপত্তায় কর্মরত আনসার ব্যাটেলিয়ানের সদস্য হাবিলদার শাহীন তালুকদার, মিনহাজ উদ্দিন প্রমুখ।

এছাড়াও এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ছাত্র সমাজের আয়োজনে বৈষম্যমূক্ত দেশ গঠনে আলোচনা সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় ছাত্র সমাজের আয়োজনে বৈষম্যমূক্ত বাংলাদেশ গঠনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ আগষ্ট সকাল ১০টায় দেবহাটা সহকারী বিবিএমপি হাইস্কুল প্রাঙ্গন থেকে রেলিটি শুরু হয়ে দেবহাটা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে।

পরে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, ভাতশালা হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, দেবহাটা পাটবাড়ির পুরোহিত গোপাল গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল মাহমুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে কোটা আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহত সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মেহেদী হাসান।

এসময় বিভিন্ন শিক্ষকমন্ডলী, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজিবির নিরাপত্তায় সাতক্ষীরার সীমান্তবর্তী কলারোয়া থানায় কার্যক্রম শুরু

কলারোয়া প্রতিনিধি :
বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী কলারোয়া থানায় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সাতক্ষীরার ৩৩ বিজিবির সার্বিক তত্ত¡াবধায়নে সীমান্তবর্তী কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হকের সভাপতিত্বে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , জেলা জামায়াতের নায়েবে আমীর শহীদুল ইসলাম মুকুল, বিএনপির মুখপত্র অধ্যাপক রইচ উদ্দীন, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কলারোয়া থানায় বিজিবির নিরাপত্তা জোরদারের ফলে ইতোমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। কলারোয়া থানার নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিজিবি’র পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণ সহযোগিতা প্রদান করবে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সুন্দরবনে বাঘের আক্রমনে এক বনজীবী আহত

নিজস্ব প্রতিনিধি :
সুন্দরবনে ঢুকে গাছ কাটার সময় বাঘেরআক্রমনে রেজাউল পাইক(৪৫) নামে একজন আহত হয়েছে।শনিবার বেলা ১২টার দিকে পশ্চিমসুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সবেদ আলীর খাল এলাকায় ঘটনাটি ঘটে।

আহত রেজাউল শ্যামনগরউপজেলার মীরগাং গ্রামের সুরাত পাইকের ছেলে। বাঘ গলায় থাবা বসিয়ে দেয়ার পর সহকর্মীরাতাকে বাঘের মুখ থেকে রক্ষা করে এলাকায় নিয়ে আসে।আহতের সহযোগী আমিনুর রহমান জানান, তারাচারজন মিলে গরান গাছের ডাল কাটতে সুন্দরবনে যায়। কাজের মধ্যে হঠাৎ একটিবাঘ ডানপাশ থেকে রেজাউলের উপর ঝাঁপিয়ে পড়ে। 

এসময় সাথে থাকা সহযোগীরা লাঠি নিয়েচড়াও হলে রেজাউলকে ছেড়ে বাঘ বনের গভীরে চলে যায়। বাঘের থাবায় গলায় গভীর ক্ষতের সৃষ্টিহওয়ায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এমইকবাল হোসাইন চৌধুরী বলেন, বাঘের আক্রমনে একজনের আহত হওয়ার খবর শুনছে।ি বন্ধেরমৌসুমে কেন কিভাবে তিনি সুন্দরবনে গেলেন ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের মৃত্যুতে স্বপ্নসিঁড়ির শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউটস এর প্রাক্তন সহ সভাপতি এস এম আব্দুল ওয়াহেদ আর নেই (ইন্নালিল্লাহি—- রাজেউন)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বপ্নসিঁড়ি পরিবার। তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ড. দিলারা বেগম, আজিজুর রহমান, রাশিদুজ্জামান মিঠু, আ ন ম গাউছার রেজা, এস এম আসাদুজ্জামান, আবু তালেব, পবিত্র কুমার দাস, এ এস এম আব্দুর রশিদ, আ ন ম মুরাদুজ্জামান, মঈনুর রহমান মঈদ, খালিদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, জি এম মাসুম, ওবাইদুল্লাহ আহমেদ, ঈদুজ্জামান ঈদ্রিস, ইমতিয়াজ তাহিনু, রেবেকা সুলতানা, নাজরানা কাকলি, সাজ্জাদুল বাহার, জামাল উদ্দীন, আবু হাফিজ, স্বপ্নসিঁড়ির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক, অহিদুল ইসলাম, সালাউদ্দীন রানা, বিশ্বজিৎ ঘোষ, মীর খায়রুল আলম, মাতঙ্গিনী মন্ডল, এস এম বিপ্লব হোসেন, উজ্জল মোল্লা, মৌসুমি মৌমিতা বর্ণা, আব্দুল্লাহ আল মামুন,

মীর তাহমিদুর রহমান, সিদ্দিকুর রহমান, রোকন আহমেদ, আবু সাঈদ, মুক্তাদির হোসেন, সেলিম হোসেন, এস এম হাবিবুল ইসলাম তুহিন, ওয়াহেদুজ্জামান সোহাগ, উৎস্য কুমার দাস, মোঃ নজিবুল্লাহ, আনারুল ইসলাম মহব্বত, বেগম নিশাত আনম, আল মামুন, শাহজাহান আলী, হাবিবুর রহমান, সাঈদুর রহমান, রফিকুল ইসলাম নাসিম হাসান, এ কে এম মাহাবুব আলম (বাবু), মোঃ ইব্রাহিম, ইসতিয়াজ মাহবুব, মাসুদুল আলম, সাইফুল ইসলাম নিরব, মঈনুল ইসলাম, মোঃ ইয়াছিন আহমেদ প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest