সর্বশেষ সংবাদ-
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিলকালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভাবাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীরসাতক্ষীরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবি পার্টির পথসভাতৃতীয় স্বাধীনতার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি-আশাশুনিতে জামায়াত নেতা মুজিবুর রহমান

তালায় এক গ্রাম ডাক্তারের লাশ উদ্ধার

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় হাসানুর সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। সে উপজেলার নগরঘাটা গ্রামের অজিয়ার সরদারের ছেলে হাসানুর সরদার।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী হাসানুরের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

৩৭ পদাতিক ডিভিশনের তালা ক‍্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম জানান, আমরা টহলরত আবস্থায় উপজেলার ত্রিশমাইল এলাকায় লাশটি পাই। পরে তালা হাসপাতালে ডাক্তার রাজিব সরদারের নিকট হস্তান্তর করি। তদন্ত চলছে এর আসল রহস্য উদঘাটনের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা উদ্যোক্তাদের মাঝে পুরুস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে “আমিই সেরা” বিষয়ক একটি প্রতিযোগিতা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রকল্পের ভিন্ন ভিন্ন দশটি ব্যবসায়ী দল। বিভিন্ন দলের তরুণ-তরুণী উদ্যোক্তবৃন্দ এই কার্যক্রমে তারা তাদের নিজ নিজ ব্যবসাটি কে সেরা হিসাবে সকলের সামনে কার্যক্রম উপস্থাপন করেন। উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণাকে একে অন্যের মধ্যে জানানো এবং এর মাধ্যমে সকলকে এগিয়ে নিয়ে যাওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

ব্যবসায়িক ধারণা বচনভঙ্গি, উপস্থাপনার কৌশল, ব্যবসার তথ্যবহুলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তত্ত্ব ও যুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনার মানদণ্ড হিসাবে সেরা তিনটি ব্যবসায়ী গ্রুপকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ সাপেক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গ্রুপ তিনটি হল যথাক্রমে রঙ্গন, হাতে ভাজা মুড়ির রাজা এবং খামার বাড়ি। উক্ত সভায় মেনটর হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। তিনি তার বক্তব্যে বলেন আমাদের সকলের মনের মধ্যে উদ্যোক্তা মনোভাব রয়েছে, উদ্যোক্তা হতে হলে মনোবল এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে।

আত্মবিশ্বাস, যোগাযোগ কৌশল,দক্ষতা অর্জনে ব্রেকিং দ্য সাইলেন্স কাজ করে যাচ্ছে। সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানে সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন,খুলনা সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসাইন, খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভাসির্টির সহকারী অধ্যাপক মারুফুর রহমান, রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্না লাল জমাদ্দার।

ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিতের বাস্তবায়নে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, দলিত সংস্থার হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাশ, টেকনিক্যাল অফিসার হোসনেয়ারা, ডিসিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন, মিডার নির্বাহী দুলাল দাশসহ অন্যরা।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে মৌলিক অধিকার গুলো সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি যোগ্য নেতৃত্ব বাছাইয়ের প্রতি জোর দেওয়ার আহŸান জানান বক্তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় পেশায় মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।

আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান।স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাদের মরদেহ স্ব-স্ব বাড়িতে আনা হয়েছে বলে জানান মনিরুল।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন,দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি শুনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সাবেক দুই এসপি মঞ্জুরুল কবীর ও মনিরুজ্জামানসহ ২৮ জনের নামে হত্যা মামলা

নিজস্ব প্রতিনিধি : ঃ ২০১৪ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার শহরের কামাননগরের একটি ছাত্রবাসে ঢুকে আমিনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালিন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে নিহত আমিনুর রহমানের ভাই সিরাজুল ইসলাম(৫৪) বাদি হয়ে সোমবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত অভিযোগ আমলে নিয়ে (১৫৬(৩) ধারা মতে) এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসাথে একজন সহকারি পুলিশ সুপার বা পুলিশ সুপার পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সাবেক জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ সদর থানার চারজন উপপরিদর্শক, একজন সহকারি উপপরিদর্শক, ছয়জন সিপাহী গোয়েন্দা পুলিশের তিনজন উপপরিদর্শক, আট জন সিপাহী ও কামাননগরের তিন ব্যক্তি।
মামলার বিবরনে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে আমিনুর রহমান ২০১৪ সালে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে সাতক্ষীরা শহরের কামাননগর কবরস্থানের পাশে জনৈক মুকুল হোসেনের বাড়িতে একটি ছাত্রাবাসে থাকতো। ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ভাত খাওয়া চলাকালিন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের নির্দেশে পুলিশ সেখানে অভিযান চালায়। ছাত্রাবাসে ঢুকে পুলিশ ছাত্রাবাসের আটজন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম ছাত্রাবাসে থাকা আমিনুর রহমানের পিঠের বাম দিকে গুলি করে। আমিনুর মেঝেতে পড়ে গেলে তার পায়েও গুলি করা হয়। একপর্য়ায়ে অধিক রক্তক্ষরণে আমিনুর মারা হয়। এ সময় ছাত্রাবাসে থাকা কয়েকজন গুলিতে জখম হন। তাদেরকে পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার তারিখে রাতে পুলিশের পক্ষ থেকে নিহত আমিনুরসহ কয়েকজন জখমীর নামে সদর থানায় জিআর-৩২৮/১৪ ও ৩২৯/১৪ নং মামলা দায়ের করা হয়। ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হওয়ায় মামলার বিলম্বের কারণ বলে উল্লেখ করা হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গীসহ পাঁচজন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. তোজামম্মেল হোসেন তোজাম ২৫ পুলিশ সদস্যসহ ২৮জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯.০৮.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আপন ও বে-মাতা ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় আপন ও বে-মাতা ভাইয়ের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজনের সহযোগিতায় অরেক ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পাটকেলঘাটা থানার বাইগুনী গ্রামের মোঃ বাবর আলী মোড়লের ছেলে মোঃ মুজিবর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পাটকেলঘাটা থানার বাইগুনী মৌজায় ৭৯৯ নং দাগে ১.১১ শতকের মধ্যে .৪৩ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১৯৬৪ সাল থেকে ভোগদখল করে আসছি। কিন্তু বিগত ২০১৭ সালের ২ সেপ্টেম্বর আমার ভাই শহিদুল আলম, বে-মাতা ভাই আরশাদ আলী, বাইগুনী গ্রামের ছালাম বিশ^াসের ছেলে আ’লীগ নেতা জামাল বিশ^াস, আবুল খায়েরের ছেলে রফিকুল বিশ^াসসহ বেশ কয়েকজন আমার বাড়ীতে হামলা চালিয়ে জমির মূল দলিলপত্রসহ মূল্যবান মালামাল লুটপাট করে। পরে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে স্থানীয় আদিত্য কুমারের বাড়িতে ফেলে অস্ত্রেও মুখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আমার সন্তানসহ স্থানীয় লোকজন তাদের কাছ থেকে আমাকে উদ্ধার করে। আমার ভাই শহিদুল আলম এবং বেমাতা ভাই আরশাদ এর প্রাপ্ত সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিয়ে আমার সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছেন। এ জন্যই তারা আমাকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরো বলেন,এসব ঘটনার পর বিগত ২০১৯ সালের ৬ জুন আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিচারক তদন্ত পূর্বক আমার পক্ষে রায় প্রদান করে। রায় প্রদানের পর কিছুদিন তারা থেমে থাকলেও আবারো বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। এক পর্যায়ে তারা অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মাললায়ও তদন্ত পূর্বক আমার পক্ষে রায় প্রদান করেন আদালত। এরপরও জামাল, রফিকুল, ফারুক, কামাল, জামশের মেম্বরসহ আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে তারা অবৈধভাবে ফের আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাইকে জানালেও আ’লীগ নেতাদের চাপের মুখে তিনি কোন ব্যবস্থা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

মুজিবর রহমান বলেন, বিজ্ঞ আদালতের রায় আমাদের পক্ষে থাকলেও উল্লেখিত ব্যক্তিরা আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাল জালিয়াতির মাধ্যমে একটি রায় বের করে। এঘটনায় আমরা আদালতে জালিয়াতির মামলাও দায়ের করি। আমাদের মূল দলিলগুলো লুটপাট করে নিয়ে যাওয়ার কারনে আমরা জজকোর্টেও যেতে পারছি না। বছরের পর বছর ধরে হয়রানির শিকার হচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সুযোগ কাজে লাগিয়ে ভূমিদস্যু জামাল, কামাল, রফিকুল, আরশাদ, ফারুক ও জামশের আমার সম্পত্তি দখল করে প্রাচীর নির্মান করে। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ওই প্রাচীর ভেঙে দিয়েছে। কিন্তু তারপরও তাদের ভয়ে আমরা ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিশেষ করে থানা পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা বর্তমানে চরম আতংকের মধ্যে দিনপার করছি। তিনি তার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং নিজের সন্তানদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানে সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রোববার অগ্রগতির সংস্থার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ। দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।

ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিতের বাস্তবায়নে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, দলিত সংস্থার হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাশ, টেকনিক্যাল অফিসার হোসনেয়ারা, মিডার নির্বাহী দুলাল দাশসহ অন্যরা।
এসময় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ হতে হবে। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অধিকার আদায়ে সকল এগিয়ে আসতে হবে। আর এর জন্য প্রয়োজন নিজেদের দক্ষতা বৃদ্ধি করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটা দক্ষিণপাড়া হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণকাজ সম্পর্কে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এশার নামাজ পর এ আলোচনা সভার আয়োজন করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ড্যানিস, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, বুশরা গ্রুপের এরিয়া ম্যানেজার ইয়াসিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রব, জয়নাল আলি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আসাফুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest