সর্বশেষ সংবাদ-
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিলকালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভাবাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীর

সাতক্ষীরায় সবুজ বনায়ন বৃৃদ্ধির লক্ষে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করলেন এমপি স্বপন

নিজস্ব প্রতিনিধি : “গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলায় সবুজ বনায়ন বৃৃদ্ধির লক্ষে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করা হয়েছে।

১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ লক্ষে আজ বৃহস্পতিবার কলারোয়া সরকারি কলেজ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

পর্যায়ক্রমে সংসদ সদস্যের নির্বাচনী এলাকা তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকার প্রতিষ্ঠানে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এসময় কলারোয়া পৌর সভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলেজের অধ্যক্ষ এস এম আরেয়িারুজ্জামান, আওয়ামীলগি নেতা আলতাফ হোসেন লাল্টু সহ উপজেলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরার বিসিডিএস ভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির পরিচালক আলহাজ্ব মোঃ দ্বীন আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন, আবু আহসান রেজা, রোস্তম আলী, শেখ রফিকুর রহমান, আবু হোসেন বিশ্বাস, মিজানুর রহমান, দবির উদ্দীন, কাজী শামছুর রহমান,

এস এম মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, স্বপন কুমার সরকার, ফিরোজ আহমেদ প্রমুখ। উল্লেখ্য সমিতির সাতক্ষীরা জেলা শাখার বিগত আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে গত সাত জুলাই কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ্জালাল সাতক্ষীরা জেলার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটির প্রথম সভায় জেলার সকল ঔষধের দোকানে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ, লাইসেন্স ব্যতীত দোকান পরিচালনা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি :

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে ৯ ও ১০ জুলাই মঙ্গলবার ও বুধবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ১০ জুলাই বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।

প্রধান অতিথি বলেন, নারীদেরকে নেতৃত্ব দিতে হবে। নারী নেতৃত্বের মাধ্যমে নারীদেরকে এগিয়ে নিতে হবে। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটবে, তারা সংগঠন পরিচালনার জন্য দক্ষ হবে। নারীদের এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

অংশগ্রহণকারী অর্পণা মল্লিক বলেন, ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে আমি নারী নেতৃত্ব উন্নয়ন, নেতার গুনাবলী ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে অনেক কিছু শিখেছি। নারীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর থেকে এক নারীসহ দুই জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনজিয়া আক্তার (৩৪) ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ত্রাসী কার্যক্রমের জন্য কয়েকজন সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে সেটি তারা গতিরোধ করে। পরে মোটর সাইকেলে থাকা নারী মনজিয়া আক্তার ও আনোয়ার হোসেনের দেহে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশী তৈরী ওয়ান শুটারগান। পরে উক্ত ওয়ানশুটার গানসহ তাদের আটক করা হয়।
কলারোযা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলোরোযা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি “আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” এই স্লোগানে কাস্টমার সচেতনতা সপ্তাহ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহকদের নিয়ে সচেতনতা মূলক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০/০৭/২৪ সকাল ১১টায় জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার আয়োজনে গ্রাহক সমাবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম সেখ আমীর আলী।

জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রবিউল ইসলাম, সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিন্টু কুমার সরখেল, সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনীমা রানী মন্ডল, জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার সহকারী ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, সিনিয়র অফিসার অমিতাভ পাল, সুজিত কুমার ঘোষ, জিএম মনির হুসাইন, প্রবীর কুমার ঘোষ, অফিসার টিপু সুলতান, ঝুম্পা দাস, তন্ময় কুমার ঘোষসহ কর্মচারী এবং ব্যাংকের বিভিন্ন শ্রেণীর গ্রাহক বৃন্দ। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ব্যাংকের সুলতানপুর বাজার শাখার সেরা কর্মকর্তা ২০২৪ নির্বাচিত করে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বক্তারা আর্থিক নিরাপত্তা বিভিন্ন দিক তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মেডিকেলে প্রথম ‘স্পন্ডাইলোলিস্থেসিস’ অস্ত্রপাচার

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো মেরুদণ্ডের স্পন্ডাইলোলিস্থেসিস (মেরুদণ্ডের হাড়ের স্থানচ্যুতি হয়ে পা অবশ হয়ে যাওয়া) অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।

সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একটি দল অস্ত্রপাচারটি করেছেন। অ্যানেস্থেসিয়ায় ছিলেন ডা. আশরাফুল আলম রনি। সোমবার (৮ জুলাই) প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই অস্ত্রপাচারটি।

দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে একটি স্বতন্ত্র স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, স্বতন্ত্র স্পাইন ইউনিট হলে প্রান্তিক অঞ্চলের মানুষ মেরুদণ্ডের জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পারবেন।

এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

তিনি জানান, ‘স্বতন্ত্র ইউনিট ছাড়া লোকবল, যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, অপারেশনের সিডিউল পাওয়া কষ্টকর ব্যাপার। স্পাইন সার্জারি ইউনিট ছাড়া স্পাইন বিভাগ চালু করা যাচ্ছে না। বহিঃবিভাগ চালু না করলে রোগী হাসপাতালে ঢুকবে কী করে!’

এদিকে সরকারি হাসপাতালে এমন ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন রোগীর স্বজনরা।

রোগীর স্বজন ডা. আজমল হোসেন জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেই আমার চাচীর চিকিৎসা করাতে পেরেছি। এতে একদিকে যেমন ব্যয় কম হয়েছে, অন্যদিকে ভোগান্তিও কমেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ক্যান্সার রোগিদের সহায়তার চেক প্রদান

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (৮ জুলাই ) উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে,প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৩ জন রোগীকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের চেক বিতারন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চেক বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বার বার নিবাচিত হাবিবুর রহমান সবুজ

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস জি এম স্পর্শ উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান সহ বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের স্বজনরা। উক্ত সভায় আরো বলেন যে তিনজন রোগী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে পট গানের উদ্বোধন

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে, ৮ ই জুলাই সখিপুর ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন

ও উত্তরণের আয়োজনে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পট গানের উদ্বোধন করেন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, সদস্য নুর মোহাম্মদ গাজী, সদস্য রবিউল ইসলাম,

সদস্য নাজিম উদ্দিন, সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, রেহানা খাতুন, সদস্য জুলেখা খাতুন সহ এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest