সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদসমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভাস্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনমেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠনদেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটকশ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধনগ্রামের কথা নিউজ পোর্টাল’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা

ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফ এর পরিবার এখনও শোকে স্তব্ধ

আসাদুজ্জামান : বৃদ্ধ পিতা ও সৎ মাকে কথা দিয়েছিলেন মিছিলে যাবেন না, কিন্তু বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে মাটিতে লুটিয়ে পড়া এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাতক্ষীরার মেধাবী ছাত্র আসিফ হাসান। ফেসবুক পোস্টে ছবি দেখে আসিফের মৃত্যুর খবর জানতে পারেন তার পরিবার।

দুই মাস ১১ দিন পেরিয়ে গেলেও মা হারা সন্তানের অকাল মৃত্যুতে এখনও শোকে স্তব্ধ গোটা পরিবার। ছোট বেলা থেকে কোলে পিঠে মানুষ করা সৎ মা শিরীন সুলতানা এখনও মনে করেন তার সন্তান বেঁচে আছে। সে যে মারা গেছে এটা তিনি কোন ভাবেই যেন মানতে পারছেন না। এখনও বৃদ্ধ পিতা মাহমুদ আলম ও তার সৎ মা পথ চেয়ে বসে থাকেন তাদের সন্তান আবারো ফিরে আসবেন।

জানা যায়, সাতক্ষীরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের মাহমুদ আলমের ৫ সন্তানের মধ্যে সবারই ছোট জমজ দুই সন্তান আসিফ হাসান ও রাকিব হাসান। তার বড় বোন মাকসুদা আক্তার মুন্নি, মেজ বোন মুন নাহার পারভীন ও ছোট বোন জেসমিন নাহার। বোনেরা সবাই বিবাহিতা। বিগত ১১ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আসিফের মায়ের মৃত্যু হয়। ছোট বেলা থেকেই সৎ মায়ের সংসারে আদর যতেœ বেড়ে ওঠে আসিফসহ তার ভাই বোনেরা। কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া রেসিডেন্টসিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন আসিফ হাসান। এরপর ঢাকায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স কোর্সে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়টির উত্তরা ক্যাম্পাসে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিল আসিফ হাসান। সর্বশেষ গত কোরবানির ঈদে আসিফ বাড়িতে এসেছিল। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহর যখন উত্তাল হয়ে ওঠে তখন উদ্বিগ্ন হয়ে পড়ে আসিফের পরিবার।
গত ১৮ জুলাই বেলা ১২ বাজার এক মিনিট আগে আসিফের সাথে তার মেঝ বোন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মুন নাহার পারভীনের সাথে মোবাইল ফোনে কথোপকথন হয়। তার বোন তার কাছে শুনতে চায় ভাই তুমি কোথায় আছো ? অনেক গোলাগুলির শব্দ হচ্ছে। আসিফ তখন তার বোনকে বলেন, আপা আমি মিছিলের শেষের দিকে আছি আমার কোন অসুবিধা হবেনা। আমি নিরাপদে আছি। ফাঁকা গুলি ছুড়ছে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। বোন মুন নাহার এসময় তাকে বলেন, তুমি মিছিল ও আন্দোলন থেকে পিছন দিক থেকে চলে যাও। আর সেখানে না থাকার জন্য তিনি তার কাছে অনুরোধ করেন। এরই মধ্যে আসিফ তার বোনকে জানান, আপা তুমি পরে ফোন করো। আমাদের এক ভাই গুলি বিদ্ধ হয়েছে। সে পানি খেতে চাচ্ছে। তাকে পানি খাওয়াতে হবে। এই বলে আসিফ তার আশেপাশের সহযোদ্ধাদের ডাক দিয়ে গুলিবিদ্ধ বড় ভাইকে পানি খাওয়ানো ও তাকে সেখান থেকে সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং তার বোনের সঙ্গে এটাই তার শেষ কথা। এদিকে তার বোন তাকে মোবাইল ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছেন। ১ মিটি ৩৪ সেকেন্ড আসিফ তার বোনের সাথে কথা বলেন বলে তার বোন জানান। এরপর তার বোন তাকে কয়েকবার ফোন দিলেও তিনি আর ফোন ধরেননি। গুলিবিদ্ধ বড় ভাইকে বাঁচাতে যেয়ে এ সময় তিনিও গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ আসিফ হাসানকে তার সহযোদ্ধারা পরে কুয়েত বাংলাদেশ সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জানানো আসিফ মারা গেছেন। অশ্রæসিক্ত নয়নে তার মেজ বোন মুন নাহার আরো জানান, আসিফ মারা যাওয়ার ১২/১৪ আগেও তার বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি কয়েক দিন ছিলেন। এরপর তিনি ইউনিভার্সিটিতে চলে যান। তিনি জানান, সাটডাউনের মধ্যে গত ১৭ জুলাই বুধবারও তিনি তাকে বলেছিলেন তার বাসায় যাওয়ার জন্য। আসিফ তার বোনকে বলেন, গাড়ি ঘোড়া সব তো বন্ধ তাহলে কিভাবে যাবেন। তার বোন এসময় তার এলাকা থেকে তাকে আনার জন্য পরিচিত কোন বাইক পাঠানোর জন্য তাকে প্রস্তাব দেন এতে আসিফ সম্মতি দেননি। তিনি এ সময় আবেগ জড়িত কন্ঠে বলেন, মহান আল্লাহপাক ওখানে তার মৃত্যু লিখেছেন। এজন্য সে সেখানে মারা গেছে।

শহীদ আসিফ হাসানের সৎ মা শিরীন সুলতানা জানান, অনেক ছোট বেলা থেকেই আমি আসিফ ও রাকিবকে মানুষ করেছি। আমার মনেই হচ্ছেনা আমার আসিফ নেই। মনে হচ্ছে আমার আসিফ আবার আমার কাছে আসবে। তিনি এসময় অশ্রæসিক্ত নয়নে বলেন, আমার আসিফ বড় বড় ভেটকি মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ ও গরুর গোশ খেতে ভালো বাসতো। বাড়ি আসলেই তার এসব খাওয়ার আবদার ছিলো। রান্নার পর এসব গরম গরম খেতে ভালো বাসতো। আমি অনেক সময় তাকে বলতাম বাবা ঠান্ডা হলে খাও। সে আমাকে বলতো মা গরম গরম ভালো লাগে। তিনি মেনেই নিতেই পারছেননা তার আসিফ আর নেই।

আসিফের ছোট ভাই সাতক্ষীরা সরকারী কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র রকিব হাসান জানান, ছোট বেলা থেকেই আমাদের দুই জমজ ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। যা করতাম দুই ভাই পরামর্শ করেই করতাম। কোটা আন্দোলন শুরু থেকেই তার সাথে আমার প্রতিদিনই কথা হতো। ১৬ জুলাই থেকে সে প্রথম আন্দোলনে যায়। এরপর ১৮ জুলাই সে আন্দোলনে যাওয়ার পর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তার মৃত ঘোষনা করেন। পরবর্তীতে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ফোন করে আসিফের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ওই দিন রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ আসিফের মরদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় তাকে শায়িত করা হয়।

তিনি আরো বলেন, আমার ভাইয়ের সাথে আমার সব সময় কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা হতো। আমিও কোটা আন্দোলন নিয়ে সাতক্ষীরায় অনেক মিছিল ও সমাবেশ করেছি। আন্দোলন সংগ্রামে আমার ভাই আমাকে সবসময় সাবধানে থাকার জন্য অনুরোধ করতো। মারা যাওয়ার আগের দিনও সে আমাকে বলে আমি একটু ভয়ে ভয়ে আছি, কারন বিভিন্ন মেসে মেসে অভিযান চলছে। কখন যে আমাকে ধরে ফেলে? ভাইয়ের কথা বলতে গিয়ে তিনি এসময় বলেন, কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি।

আসিফের ছোট চাচা মামুন হোসেন জানান, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো আস্কারপুর গ্রামে। শোকে স্তব্ধ আমাদের গোটা পরিবার। আসিফ আমার শুধু ভাইপো ছিলো না সে আমার বন্ধুর মতো ছিলো। গ্রামের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসিফ ও আমি এক সাথে পরামর্শ করে কাজ করতাম। অনেক সামাজিক ছেলে ছিল সে।

শহীদ আসিফের বাবা মাহমুদ আলম জানান, আমি দুই থেকে তিন দিন পর পর আসিফকে ফোন করে ওর খোঁজ খবর নিতাম। আমি ওকে বাড়িতে চলে আসতে বলেছিলাম। ও বললো আব্বা আমাকে নিয়ে চিন্তা করতে হবেনা, আমি আন্দোলনে যাচ্ছিনা। কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে পরে কখন যে সে আন্দোলনে গেল তা আমি জানিনা। আমি ভাবতেই পারছিনা আমার আসিফ নেই। তার বড় ইচ্ছা ছিল ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সে দেশের বাইরে যাবে। কিন্তু কি যে হয়ে গেলো তা আমি আর বলতে পারছিনা। বাকরুদ্ধ আসিফের বাবা এসময় বলেন, আমি আমার সন্তান হারানোর এই বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকই বিচার করবেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকূলীয় নারীদের টেকসই সবজী চাষে দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগেবসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজী চাষ শীর্ষক ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মো: শওকৎ হোসেন, টিম লিডার অসিত মণ্ডল, এবং রেখা খাতুন, টিম লিডার (ভারপ্রাপ্ত)। এছাড়াও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয় নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। লিডার্সের এ উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রচেষ্টার একটি উদাহরণ এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা

মেহেদী হাসান আটুলিয়া (শ্যামনগর):
ঐতিহ্যবাহী নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষক ও ২ জন কর্মচারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানটি ১৭ই নভেম্বর রবিবার, সকাল ০৯:৩০ ঘটিকার সময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামানের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আবু বক্কর সিদ্দিক, নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলাম আটুলিয়া ইউনিয়নের আমির প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ একরামুল কবির, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম,অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ যথাক্রমে,

সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) এস, এম, হুমায়ুন মাকসুদ হারুন, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুর রউফ,জুনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী মোস্তফা মিজানুর রহমান, অফিস স্টাফ মোঃ নুরুল আমিন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা প্রদান করেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিম তামান্না রুহি। শিক্ষক মন্ডলীর মধ্য থেকে বক্তৃতা প্রদান করেন মাওলানা মঈন উদ্দিন আহমেদ। এ সময় বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।পরে সকলের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার ১৬ নভেম্বর বিকাল ৩টায় আয়োজনে শুরুতে একটি রেলি সখিপুর সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে শুরু হয়ে সখিপুর মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান। সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, উপজেলা মৎস্যজীবি দলের স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন,

শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার প্রমুখ। সমাবেশে বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে অভিযোজন মেলা: ১৬০ ধরনের লোকায়ত জ্ঞান প্রদর্শন করলেন কৃষক-কৃষাণীরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় লোকায়ত জ্ঞানের অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট (হাসার চক) গ্রামে পদ্ম কৃষক উন্নয়ন সংগঠন, দিঘির পাড় কৃষক উন্নয়ন সংগঠন, হাসার চক কৃষক উন্নয়ন সংগঠন, সবুজ সংহতি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নানা সংকট মোকাবেলা করে নিজেদের জীবন জীবিকা রক্ষা ও ফসল উৎপাদনে মেহগনি, নিম, গাঁদা ফুল, তামাক ও হুইল পাউডার দিয়ে জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার, ফেরেমোন ফাঁদ ব্যবহার, ভার্মি ও গর্ত কম্পোস্টের তৈরি জৈব সার ব্যবহার, স্থানীয় মাছ সংরক্ষণ, হাজল পদ্ধতিতে ডিম ফুটানো, অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, দুর্যোগকালীন শুকনা খাবার সংরক্ষণ, ক্যারেট পদ্ধতিতে ফসল চাষ, বস্তা পদ্ধতিতে ফসল চাষ, বালতি পদ্ধতিতে ফসল চাষ, নষ্ট মাটির ফিল্টারে সবজী চাষ, প্লাস্টিক পুনঃব্যবহারের মাধ্যমে বোতলে সবজি চাষ, মাঁচা পদ্ধতিতে ফসল চাষ, মশাল, পরিবেশ বান্ধব চুলা, লবণ তৈরী, হামান দিস্তা, মেটে, খড়ের ঘর, মাছ ধরার আটল, ঝুড়ি পদ্ধতি শামুক, ঘুটের ছাই, মতিয়ার তামাক, গুল, গোচনা ডোল পদ্ধতি, ভিটা উঁচু করণ, ঢেকি, কাকতাড়–য়াসহ ১৬০ ধরনের লোকায়ত জ্ঞানের প্রয়োগ পদ্ধতি প্রদর্শন করা হয়।

এতে সর্বোচ্চ সংখ্যক অভিযোজন চর্চা পদ্ধতি প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন নমিতা মন্ডল, দ্বিতীয় হন কনিকা মন্ডল ও তৃতীয় স্থান অর্জন করেন নীলিমা মন্ডল।

মেলায় স্থানীয় প্রবীণ কৃষক-কৃষাণীরা নতুন প্রজন্মের কাছে তাদের লোকায়ত জ্ঞান চর্চার নানা তথ্য তুলে ধরেন।

পরে সমাজ সেবক ও কৃষক সুকন্ঠ আউলিয়ার পরিচালনায় অভিযোজন মেলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সমাজ সেবক মিজানুর রহমান, হাসার চক পদ্ম কৃষক উন্নয়ন সংগঠনের সন্ধ্যা রানী মন্ডল, পশ্চিম জেলেখালী কৃষক সংগঠনের সভাপতি ভূধর চন্দ্র মন্ডল, শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল, জবা কৃষি নারী সংগঠনের সভাপতি লতা মন্ডল, যুব নারী উমা রানী মিস্ত্রি, হাসার চক কৃষক উন্নয়ন সংগঠনের হৃতিশ কুমার মন্ডল, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, বরষা গাইন, বাবলু জোয়ারদার প্রমুখ।

বক্তারা বলেন, দিন দিন শ্যামনগর উপকূলে লবণাক্ততা বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের এমন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে লোকায়ত জ্ঞানের গুরুত্ব খুবই বেশি। এসব লোকায়ত জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম চর্চা হয়ে আসছে। আমাদের কৃষি জমি কমছে। ফসলে পোকার আক্রমণ বাড়ছে। পোকার আক্রমণ ঠেকাতে ও বেশি ফসল উৎপাদনের জন্য অতি মাত্রায় কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু জৈব বালাইনাশক দিয়েও পোকা দমন করা যায়। যা স্থানীয় বা লোকায়ত জ্ঞান। এজন্য ফসল রক্ষা, উৎপাদন বৃদ্ধি ও জনস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে লোকায়ত জ্ঞান চর্চা বৃদ্ধির বিকল্প নেই। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মার্ট মেডিকেল সেন্টারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপং এবং মা ও শিশু স্বাস্থ্য ক্যাম্প

প্রেস বিজ্ঞপ্তি :
স্মার্ট মেডিকেল সেন্টার, খুলনা রোড মোড়, সাতক্ষীরা এর সহযোগিতায় রাহিব সেবা কেন্দ্রের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপং এবং মা ও শিশু স্বাস্থ্য ক্যাম্প ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ মাহবুবুর রহমান। চিকিৎসা সেবা প্রদান করেন স্মার্ট মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ ইয়াসমিন আরা জাহান (এমবিবিএস, রাজশাহী) প্রাক্তন সহকারী রেজিস্টার, গাজী মেডিকেল কলেজ, খুলনা।

এ সময় উপস্থিত ছিলেন, স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ল্যাব ইনচার্জ সুজিত কুমার তাম্বলী, মার্কেটিং অফিসার হাসনাত আনোয়ার, রাহিব সেবা কেন্দ্রের পরিচালক গ্রাম ডাক্তার আক্তার হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অত্র এলাকার অর্থ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্লাড গ্রুপং এবং মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সড়ক পথে সুন্দরবন ভ্রমণে মতবিনিময় সভা

শ্যামনগর প্রতিনিধিঃ ‘সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন’ এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার( ১৬ নভেম্বর)মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন ভ্রমণ বিষয়ে পর্যটনের অপর সম্ভবনাময় নিয়ে মতবিনিময় সভায় স্থান পায়।

ইকো ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন এর সভাপতি নাজমুস শাহাদাত পলাশ মতবিনিময় সভায় জানান, সুন্দরবন এর বর্তমানে সুন্দর দর্শনীয় স্থান আকাশলীনা, পুটনি দ্বীপ, মান্দারবাড়িয়া, কলাগাছিয়া, দোবেকী স্পর্ট গুলোসহ সমুদ্র সৈকত যা প্রাকৃতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন।

নতুন পথে সুন্দরবন। প্রকৃতির রানী সুন্দরবন এর গভীরে অত্যন্ত নয়নাভিরাম ও হৃদয় জুড়ানো সাগর, নদী, সৈকত ও সুন্দরবনের চমৎকার মিশেলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ ভ্রমনে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে দেশের একমাত্র সড়ক পথে সুন্দরবন ভ্রমণে শুরু হতে যাচ্ছে এক নব দিগন্ত। ট্যুরিজিয়াম স্পেশালিষ্ট মোঃ মুরশিদ আলম জানান, সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন মুলত ভারত বাংলাদেশের মোট সুন্দরবন এর মধ্যভাগ হওয়ায় এখানের পশুপাখি, বনের গভীরতা বা গাছগাছালির ঘনত্ব অনেক বেশি।

ভ্রমণে এক নৈসর্গিক সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ইকো ট্যুরিজিয়াম এর নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হয়ে সুন্দরবন ভ্রমণে সময় ও অর্থ খরচ খুবই কম। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নৈসর্গিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সুন্দরবনে যেতে নিরাপত্তা বিধান, ফরেষ্ট গার্ড, উন্নত মানের ক্যাবিন বোট, আধুনিক মানের ক্যাবিন লঞ্চ, চাহিদা মোতাবেক নাস্তা/খাওয়া দাওয়া, সরকারের নীতিমালা অনুযায়ী বৈধ পাশ সংগ্রহে সহযোগিতা, দক্ষ গাইড লাইন, আবাসন সুযোগ সুবিধা সহ স্বল্প খরচে সুন্দরবন ভ্রমনে সুযোগ সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আল কোরআন একাডেমীর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় আল কোরআন একাডেমীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ৯ টার দিকে ইটাগাছা বাঙ্গালের মোড় সংলগ্ন সংগ্রাম টাওয়ারে আল কোরআন একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

আল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা আবুল কাশেম, ইকবল কবির পলাশ, আহমদ আলী সরদার, কালিগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, ব্যবসায়ী আব্দুর রশিদ, ইটাগাছা ফাড়ির ইনচার্জ সরদার ইকবল, শেয়ার সদস্য মাওলানা শফিকুল ইসলাম, প্রতিষ্টান প্রধানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাধারণ শিক্ষার পাশা পাশি আরবি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আদর্শ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে আল কোরআন একাডেমি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রের সেরা মানের দ্বীনি ও আধুনিক শিক্ষায় অঙ্গীকারবদ্ধ। হেফজুল কোরআন শাখার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে বালক, বালিকা, আবাসিক ও অনাবসিক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠিানটিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest