সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি-জৈব নিরাপত্তা শীর্ষক কর্মশালাকালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার আহবানসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরার সুন্দরবনে বাঘের আক্রমনে এক বনজীবী আহত

নিজস্ব প্রতিনিধি :
সুন্দরবনে ঢুকে গাছ কাটার সময় বাঘেরআক্রমনে রেজাউল পাইক(৪৫) নামে একজন আহত হয়েছে।শনিবার বেলা ১২টার দিকে পশ্চিমসুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সবেদ আলীর খাল এলাকায় ঘটনাটি ঘটে।

আহত রেজাউল শ্যামনগরউপজেলার মীরগাং গ্রামের সুরাত পাইকের ছেলে। বাঘ গলায় থাবা বসিয়ে দেয়ার পর সহকর্মীরাতাকে বাঘের মুখ থেকে রক্ষা করে এলাকায় নিয়ে আসে।আহতের সহযোগী আমিনুর রহমান জানান, তারাচারজন মিলে গরান গাছের ডাল কাটতে সুন্দরবনে যায়। কাজের মধ্যে হঠাৎ একটিবাঘ ডানপাশ থেকে রেজাউলের উপর ঝাঁপিয়ে পড়ে। 

এসময় সাথে থাকা সহযোগীরা লাঠি নিয়েচড়াও হলে রেজাউলকে ছেড়ে বাঘ বনের গভীরে চলে যায়। বাঘের থাবায় গলায় গভীর ক্ষতের সৃষ্টিহওয়ায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এমইকবাল হোসাইন চৌধুরী বলেন, বাঘের আক্রমনে একজনের আহত হওয়ার খবর শুনছে।ি বন্ধেরমৌসুমে কেন কিভাবে তিনি সুন্দরবনে গেলেন ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের মৃত্যুতে স্বপ্নসিঁড়ির শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউটস এর প্রাক্তন সহ সভাপতি এস এম আব্দুল ওয়াহেদ আর নেই (ইন্নালিল্লাহি—- রাজেউন)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বপ্নসিঁড়ি পরিবার। তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ড. দিলারা বেগম, আজিজুর রহমান, রাশিদুজ্জামান মিঠু, আ ন ম গাউছার রেজা, এস এম আসাদুজ্জামান, আবু তালেব, পবিত্র কুমার দাস, এ এস এম আব্দুর রশিদ, আ ন ম মুরাদুজ্জামান, মঈনুর রহমান মঈদ, খালিদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, জি এম মাসুম, ওবাইদুল্লাহ আহমেদ, ঈদুজ্জামান ঈদ্রিস, ইমতিয়াজ তাহিনু, রেবেকা সুলতানা, নাজরানা কাকলি, সাজ্জাদুল বাহার, জামাল উদ্দীন, আবু হাফিজ, স্বপ্নসিঁড়ির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক, অহিদুল ইসলাম, সালাউদ্দীন রানা, বিশ্বজিৎ ঘোষ, মীর খায়রুল আলম, মাতঙ্গিনী মন্ডল, এস এম বিপ্লব হোসেন, উজ্জল মোল্লা, মৌসুমি মৌমিতা বর্ণা, আব্দুল্লাহ আল মামুন,

মীর তাহমিদুর রহমান, সিদ্দিকুর রহমান, রোকন আহমেদ, আবু সাঈদ, মুক্তাদির হোসেন, সেলিম হোসেন, এস এম হাবিবুল ইসলাম তুহিন, ওয়াহেদুজ্জামান সোহাগ, উৎস্য কুমার দাস, মোঃ নজিবুল্লাহ, আনারুল ইসলাম মহব্বত, বেগম নিশাত আনম, আল মামুন, শাহজাহান আলী, হাবিবুর রহমান, সাঈদুর রহমান, রফিকুল ইসলাম নাসিম হাসান, এ কে এম মাহাবুব আলম (বাবু), মোঃ ইব্রাহিম, ইসতিয়াজ মাহবুব, মাসুদুল আলম, সাইফুল ইসলাম নিরব, মঈনুল ইসলাম, মোঃ ইয়াছিন আহমেদ প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা আন্দোলনে নিহত দেবহাটার আসিফের পরিবারের পাশে জামায়াতের নেতৃবৃন্দ

কে এম রেজাউল করিম দেবহাটা :

বৈষম্য কোটা বিরোধী আন্দোলনে নিহত দেবহাটার আসিফ হাসানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দরা।

শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার আস্কারপুরের আসিফ হাসানের বাড়িতে যান নেতৃবৃন্দরা। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমান, নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, মাওলানা সামসুল আরিফ, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সুলাইমান হোসেন, সেক্রেটারী মাওলানা ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সেক্রেটারী রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বহেরায় সড়ক দূর্ঘটনায় নাতির মৃত্যু: আহত নানি

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানারবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুত্বর আহত হন। স্থানীয় সাধারণ মানুষ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি শুনেছি। দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে সংহতি সমাবেশ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে দেশের সংকট নিরসনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ আগষ্ট বিকাল ৫টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারন জনগনের উপস্থিতিতে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় । বর্তমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি বেসরকারী স্থাপনা, মানুষের জানমাল রক্ষা ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং সকল ধর্মীয় উপাসনালয় রক্ষা করার জন্য সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কমিটির সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সমন্বয়ক আবিদ হাসান তানভির,

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল ফজল, দেবতা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আালম। এসময় বক্তারা আমরা এই দেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি উল্লেখ করে বলেন, একশ্রেনীর কুচক্রীমহল আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে নানারকম ফন্দিফিকির করছে। সেজন্য সকলকে সজাগ থাকতে ও সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, আগের সরকার যে দূর্নীতি, মানুষ হত্যা, গুম করেছে সেসকল অপরাধের বিচার করতে হবে। প্রশাসনে যেসকল দলীয় লোক বা দূর্নীতিবাজ রয়েছে তাদেরকে অপসারন করতে সংস্কার করতে হবে। সকলে একসাথে মিলে একটি সোনার বাংলা আমরা গড়ে তুলবো বলে বক্তারা উল্লেখ করেন। এই সমাবেশে ছাত্রনেতা ও শতশত সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আর নেই

সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল ওয়াহেদ (৭২) আর নেই।

তিনি বৃহস্পতিবার দুপুর ২:৩০ টায় সাতক্ষীরায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরের দিকে তিনি

অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল আ ‘লীগ নেতা টুটুল আটক

নিজসব প্রতিনিধি: সাতক্ষীরা ভোমরা স্থলাবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নিরব হোসেন ওরফে খোড়া টুটুলকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে ঢোকার পূর্ব মুহূর্তে সাতক্ষীরা ৩৩ বিজিবি তাকে আটক করে। আটককৃত আওয়ামীলীগ নেতা বরিশাল মহানগর নাজিরমহল এলাকার হারুন অর রশিদের ছেলে। সে বরিশাল সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার ঘনিষ্ট সহচর।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে বরিশাল আওয়ামীলীগের নেতা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিরব হোসেন টুটুল যে কোন সময় ভারতে পালিয়ে যেতে পারে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বন্দরের বিভিন্ন স্থানে চেক পোস্ট স্থাপন ও নজরদারি বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে ভোমরা কাস্টম্স ও ভোমরা ইমিগ্রেশনের সকল কার্য সম্পাদন করে ভারতে প্রবেশ করার পূর্ব মুহূর্তে আওয়ামীলীগ নেতা নিরব হোসেন টুটুলকে বিজিবি সদস্যরা আটক করে। তিনি আরও জানান, তার নামে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে বর্তমানে বিজিবি হেপাজতে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সহিংসতায় আ’লীগ নেতা জাকিরসহ নিহত-৪

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান জাকিরের সাথে সংঘর্ষে জাকিরসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জাকিরের গুলিতে হাফেজ আনাস বিল্লাহ ও আদম আলী নামের দুই জন বিক্ষুব্ধ জনতার মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান জাকিরের বাড়িতে আগুন দেয়। বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে এসময় আওয়ামী লীগ নেতা জাকির ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মারা গেছেন।

এছাড়া সাতক্ষীরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,ট্রাফিক অফিসসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারে প্রধান ফটকসহ বিভিন্ন সেলের তালা ভাঙচুর করে আসামিদের বের করে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। এসময় জেলা কারাগার এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হয়।

এদিকে, সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনগণ প্রথমে শহরের পাকা পোলের মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এতে কমপ্লেক্সসহ বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মিভুত হয়। পরে বিক্ষুব্ধ জনগণ সুলতানপুরে সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত ছাকীর বাসভবন ভাঙচুর করে। এরপর জ্বালিয়ে দেওয়া হয় তালার আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাধু ও সনদ ঘোষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা পুলিশের ট্রাফিক অফিসে আগুন ধরিয়ে দেয়। এরপর সদর থানা গেটসহ বাইরের স্থাপনায় ভাঙচুর করে। এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলারোয়ায় সদ্য সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনগণ।##

০৫.০৮.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest