সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভাসাতক্ষীরা শহিদ আব: রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালাদেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওর

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের সর্ববৃহৎ মোকাম নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর (সোমবার) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ১০ নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বার্ষিক হিসাব বিবরণ স্বচ্ছতার সাথে পেশ করেন-নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান (মনি)।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব লোকমান আহমেদ, উপদেষ্টা সুপারঃ মাওলানা একরামুল কবীর, উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, সাবেক প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, প্রধানশিক্ষক আসাদুজ্জামান মিঠু, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, কমিটির সদস্য আলমগীর হোসেন, নিলুফা ইয়াসমিন সহ শত শত বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ। উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন-উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন মোল্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটা ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

তালা, প্রতিনিধি : সাতক্ষীরায় পাটকেলঘাটা ভূমি অফিস তালায় স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, তালা উপজেলা কৃষকদলের সভাপতি মামুন, তালা উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মোশারফ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।

সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলীহোসেন,তালা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছে। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। যোকোন মুল্যে এটি স্থানন্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবি সাতক্ষীরা পৌর মহিলা কমিটি গঠন

আমার বাংলাদেশ পার্টি (এবি) সাতক্ষীরা পৌর মহিলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে শহরের ফুচকা বাংলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা এবি পার্টির আহবায়ক ভিপি আব্দুল কাদের।

পৌর এবি পার্টির সদস্য সচিব আবু ছালেহ মোহাম্মাদ সাদিকের পরিচালনায় ভার্চ্যুায়ালি প্রধান অতিথি বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার শাহাদাত টুটুল।

প্রধান অতিথি বলেন, পৃথিবীতে পুরুষের পাশাপাশি অর্ধেক নারী রয়েছে। তাদেরকে আধারে রেখে কখনোই এ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবি পার্টি নারীদের কে সাথে নিয়ে একটি সুন্দর কল্যান রাষ্ট্র গড়তে চাই। সে ক্ষেত্রে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ জরুরী। এবি পার্টি নারীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ, জেলা মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার কমলাসহ অন্যরা। এসময় তাজেনুর আক্তার কে আহবায়ক এবং এলিজা পারভিন ঊর্মিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এটি পার্টির সাতক্ষীরা পৌর মহিলা কমিটি জেলা এবি পার্টির আহবায়ক ভিপি আব্দুল কাদের। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক তানজিলা আক্তার, সাংগঠনিক সম্পাদক আজমিরা খাতুন,দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদাউস, প্রচার সম্পাদক তাসলিমা বেগম, সদস্যযথাক্রমে জাহানারা বেগম, তামান্না, ফরিদা, তাসলিমা, মৌসুমী।## প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর লুটপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরায় জেলা জাতীয় পার্টির নেতা ইউপি চেয়াম্যান ইসরাইল গাজীর নির্দেশে ঋষি সম্প্রদায়ের ঘরবাড়ী ভাংচুর, লুটপাট, মারপিট ও বিভিন্ন হুমকি ধামকির প্রতিবাদ এবং তার গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ভুক্তভোগী ঋষি সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান ইসরাইল গাজীর সন্ত্রাসী বাহিনী ওমর ফারুক, আবু সাঈদ, জুলফিকার আলীসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্য মৃত সুলতান মোড়লের ছেলে সিরাজুল ইসলাম, মানিকের ছেলে তরিকুল গংরা আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ধ্বংস যজ্ঞ চালায়। বাধা দিতে গেলে মারপিট করে গুরুতর আহত করে। এসময় তারা আমাদের ৫টি পরিবারের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

বইচনা গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী ভুক্তভোগী বুলু দাসী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। আমাদের কোন জমি জায়গা না থাকায় ২০১০ সালে বৈচনা মৌজায় এস এ ১৪২ নং খতিয়ান, বিআর এস ১/১ খতিয়ান ও খারিজ সূত্রে ১৬,১৮ নং ৮ শতক জমির রেকর্ডীয় মালিক বাবু মুচির কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করি। এরপর থেকে দীর্ঘদিন উক্ত সম্পত্তিতে ৫টি ঋষি পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু এলাকার মৃত নূরুল আমিনের ছেলে ওমর ফারুক দিং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাতে থাকে।

ভুক্তভোগী সংকর দাশের স্ত্রী দিপালী রানী বলেন, জাতীয় পার্টির নেতা ভূমিদস্যু ও চোরাকারবারি ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর নির্দেশে সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এখন আমাদের রান্না- খাওয়ারও জায়গা নেই। খোলা আকাশের নীচে বাচ্চা-কাচ্চা নিয়ে অতি কষ্টে দিন পার করছি।
আমরা ইসলাইল গাজীর গ্রপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এসময় আরো বক্তব্য দেন, সংকর দাশ, স্থানীয় কাজী সাকিবসহ ভুক্তভোগী ঋষি পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর কমিটি গঠন

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত নভেম্বর প্রতিটি পদে একক প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক বিজয়ী ঘোষণা করা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা মোস্তাক আহমেদ,

উপসহকারী কৃষি কর্মকর্তা, দেবহাটা, সাতক্ষীরা। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলারোয়ার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইয়াছির আরাফাত,

সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, অর্থ সম্পাদক এস এম ইকবাল আহমেদ, দপ্তর সম্পাদক শেখ সিহান আলী, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান খান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মন্ডল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমীরা পারভীন,

মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আফরোজ, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব শাওন, নির্বাহী সদস্য আব্দুল আলিম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌতুকের টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ স্ত্রীকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাহিদা মোতাবেক যৌতুকের টাকা দিতে না পারায় ৬ বছরের শিশু সন্তানসহ স্ত্রীকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ৬ বছরের শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী স্ত্রী রাবিয়া খাতুন। এঘটনায় ভুক্তভোগী স্ত্রী ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৫ সালে ইসলামী শরিয়ত মোতাবেক শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের এবাদুল ইসলামের কন্যার সাথে পূর্ব ধানখালী গ্রামের নূরুল ইসলাম সানার পুত্র এনামুল কবির সুরুজের সাথে বিবাহ হয়। বিবাহের সময় নগদ ৫০ হাজার টাকাসহ ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল দেওয়া হয়। ইতোমধ্যে তার ঔরষে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। বিবাহের কিছুদিন পর থেকে সুরুজ ২লক্ষ টাকা যৌতুকের দাবিতে চাপ প্রয়োগ করে আসছিল। সম্প্রতি সুরুজের ভাই ইমরান হোসেন, পিতা নুরুল ইসলাম, মাতা জাহানারার কু পরামর্শে পুনরায় ২ লক্ষ টাকা যৌতুকের দাবিতে অত্যাচার করতে থাকে। একপর্যায়ে গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে মারপিট করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী রাবিয়া খাতুন মারপিটের এক পর্যায়ে গলায় উড়না পেচিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় পিতার বাড়িতে চলে আসে। স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ্য হতে না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়।

এঘটনায় শ্যামনগর থানায় মামলা করতে গেলে থানাপুলিশ আদালতের পরামর্শ প্রদান করেন। পরামর্শ মোতাবেক সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন তিনি।

ভুক্তভোগী রাবিয়া খাতুন জানান, ৬ বছরের শিশুকে নিয়ে এখন আমি দিশেহারা হয়ে পড়েছি। পিতার আর্থিক অবস্থাও তেমন ভালো না হওয়া তার মেটাতে পারিনি। অন্যদিকে সুরুজ আমাকে তালাক দেওয়ার হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় তিনি ন্যায় বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত স্বামী এনামুল কবির সুরুজ বলেন, আমি যৌতুকের জন্য কোন মারপিট করিনি। তার সাথে আমার বনাবনি হচ্ছে না। এটা নিয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠকও হয়েছে। কোন সমাধান হয়নি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিএনপি’র বিশাল জনসভা

বিএম আলাউদ্দীন, আশাশুনি ব‍্যুরো:
আশাশুনিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ জন সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আজকের সমাবেশে জনস্রোত আমাদেরকে উৎফুল্ল করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকলকে সুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ডাঃ শহীদুল আলমের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল। বিগত ১৭ বছরে যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বসে গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে গেছে।পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। দেশে কিছুই নেই।প্রধান অতিথি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সমর্থন করে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে তিনি আহবান জানান। তিনি বলেন, দেশে শ্রমিক অসন্তোষ, আনসার বাহিনী, ফ্যাসিস্ট সরকারের হাতে নিয়োগ কর্মকর্তারা এখন প্রশ্নবিদ্ধ আচরণ করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাতক্ষীরা পৌর সভার মেয়র তাসকিন আহমেদ চিশতী, দেবহাটা উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু,

দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন ছিদ্দীক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জেলা তাঁতী দল সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জাসাস সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, কৃষক দল কেন্দ্রীয় সহ যযোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, সিনিঃ যুগ্ম আহবায়ক নূরুল হক খোকন, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, শেখ আঃ রশিদ, আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, মহিলা দলের সহ সভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বেবী ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রীউলা আহবায়ক আঃ মালেক, দরগাহপুর আহবায়ক ইসলাম উদ্দীন, শোভনলী সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে শ্যামনগরে ফলজ গাছের চারা বিতরণ

মেহেদী হাসান আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি: “ফল -ফসলে বাংলাদেশ , দারিদ্রতা্ করবে শেষ ”
উক্ত শ্লোগান কে প্রতিপাদ্য করে, ইসলামিক রিলিফ বাংলাদেশশ এর ইকরা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজান নগর এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নে ফলজ গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে।

ইকরা প্রকল্পের অধীনে প্রতি ইউনিয়ন হতে ৫০০ পরিবার হিসেবে দুই ইউনিয়নের মোট ১০০০ পরিবারের মধ্যে ২০০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত দুই ইউনিয়ন পরিষদ চত্বরে চারাগুলো বিতরণ করা হয়।

এলাকার লবনাক্ততা এবং জলবায়ু বিবেচনা করে এবং উপজেলা কৃষি অফিসের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরিবারগুলোর জন্য ছবেদা , তেতুল, কদবেল এবং ডালিমের চারা নির্বাচন করা হয় ৷ উক্ত ফলজ চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষিবীদ মোঃ নাজমুল হুদা (উপজেলা কৃষি অফিসার, শ্যামনগর ), হাজী মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান, রমজাননগর ইউনিয়ন পরিষদ, মোঃ জামাল হোসেন (উপ-সহকারী কৃষি অফিসার),

মোঃ সোহরাব হোসেন, জেলা প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক রিলিফ বাংলাদেশ,শ্যামনগর।এছাড়াও ইউপি সদস্য বৃন্দ এবং ইসলামিক রিলিফ এর কর্মকর্তা কৃষিবীদ বদরুজ্জামান, আরিফুজ্জামান, আছাফুর রহমান ও আজিজুর রহমান। ফলজ গাছের চারা পেয়ে উপস্থিত সকলে অত্যান্ত খুশি হন এবং উক্ত ফলজ গাছের মাধ্যমে ভবিষ্যতে এলাকার জনমানুষের পুষ্টি পূরণ ও সংসারের আয় বৃদ্ধিতে অবদান রাখবে বলে মতামত ব্যক্ত করেন। তারা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইকরা প্রকল্পের এমন প্রশংসনীয় কাজ কে সাধুবাদ জানান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest