সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

durniti-o-oniomজুলফিকার আলী: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নে হতদরিদ্রের জন্য সরকার নির্ধারিত মুল্যে উপকারভোগীদের নামের তালিকায় ব্যপক অনিয়ম হয়েছে। সরকার কর্তৃক বরাদ্দকৃত ১০৮২টি কার্ডের বিপরীতে উপকারভোগীদের নামের তালিকায় অধিকাংশ বিত্তবান ও কোটিপতিদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। বাদ যায়নি চেয়ারম্যান মেম্বরদের ভাই, আত্মীয়-স্বজন, এমনকি নিজের স্বামী-স্ত্রীর নামও। কেবল বাদ পড়েছে অধিকাংশ ভিক্ষুক, অসহায়, বিধাবা ও দিনমুজুরদের নাম। এদিকে বিত্তবানরা ১০টাকায় চাউল কিনে গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করবেÑ এমন কথাই বললেন কার্ডধারী একজন। সূত্র জানায়, ২০ জুলাই বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার সাহা হতদরিদ্রদের তালিকা প্রস্তুত করে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর নিকট প্রেরণ করে।ঐ তালিকায় বাঁশদহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বরের ছেলে আজাদ, ভাই সিরাজ শালিকা মনজিলা, শ্যালকের বউ চামেলী, বিদেশ প্রবাসী রাশিদুল, দুইতলা বাড়ির মালিক হৃদয়মোশাররফ চেয়ারম্যানের ভাই সোহারাফ, ৩ নং ওয়ার্ডে তোবারেকের ছেলে আমছার চেয়ারম্যানের আত্মীয় আরশাদ, রোস্তম, মোস্তফা, আব্দারের ছেলে মিঠু বজলুর ছেলে আলতাফ, আফজাল, ছবেদ আলী মেম্বরের স্ত্রী মাজিদা, ৪নং ওয়ার্ডে ইন্দ্রজিৎ মন্ডলের ছেলে বিমল মন্ডল, অজিত মন্ডলের ছেলে পরিমল মন্ডল, ৫ নং ওয়ার্ডে আতাউর (বিদেশ প্রবাসী), হোসেনের ছেলে মনি(পুলিশে কর্মরত), ৭ নং ওয়ার্ডে মৃত আনিছ মোল্লার ছেলে জাহাঙ্গীর, মোশাররফ মেম্বরের ভাই সাজ্জাদ, শাহাদাত (জুয়েলারির দোকানদার), আফজাল হকের ছেলে রফিকুজ্জামান(বিশিষ্ট ব্যবসায়ী), করিম বক্সের ছেলে আলম(বিদেশ প্রবাসী), মহিলা মেম্বর সাবিনা ইয়াসমিনের স্বামী আব্দুল গনি, আজিহার সরহমানের ছেলে আবুল কালাম(ছেলেরা চাকরীজীবী)-সহ অধিকাংশ বিত্তবান ব্যক্তির নাম রয়েছে। কিন্তু ১ নং ওয়ার্ডে সাইফুল, আসানুর, নুরুল, সহিদ, মতিয়ার, ৫ নং ওয়ার্ডে অহিদের স্ত্রী জুলিখা(বিধবা), ২ নর্ং ওয়ার্ডে জাহাঙ্গীর, রবিউল, সালাম, আনার, হাসান, ৭ নং ওয়ার্ডে টোলি(ভিক্ষুক), পেঙ্কী(ভিক্ষুক), ইয়ার আলী (ভিক্ষুক)জিয়ারুল, মিজানুর, মহাসিন, গনিসহ প্রত্যেক ওয়ার্ডে অসংখ্য ব্যক্তি যারা পাওয়ার যোগ্য তারা হয়েছেন বঞ্চিত। ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন সরকার দলীয় চেয়ারম্যান হওয়ায় নির্বাচনে বিজয়ী হবার পর থেকে একাধিক দুর্নীতি ও অনিয়ম করলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে বিভন্ন জায়গায় এসকল বিষয় নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে এমনকি ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার স্বার্থে ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াদা জনগণকে ১০টাকায় চাউল দেয়াÑ এটি যেন পূরণ হয় তার জন্য বিষয়টি তদন্ত করে সঠিক ব্যক্তি যাতে তালিকায় স্থান পায় তার ব্যবস্থা করতে পত্রিকার মাধ্যমে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে বাঁশদহা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার সাহা জানান, চেয়ারম্যান বলেছে চাউলের কার্ড কেউ নিতে চাইনা, জোর করে নাম দিতে হয়েছে। ইউনিয়ন পরিষদ তালিকা প্রস্তুত করেছে তবে আমার উচিত ছিল যাচাই বাছাই করা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাফিজুর রহমান বলেন, হতদরিদ্র ছাড়া ঐ তালিকায় বিত্তবানদের নাম থাকার কোন সুযোগ নেই। এলাকায় একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে তদারকির জন্য। তার পরও যদি নিয়মের ব্যতিক্রম হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে জানার জন্য ইউ,পি চেয়ারম্যান এস,এম মোশাররফ হোসেন এর ০১৭১৩-৭৩৭১৫১মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যপারে সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন হতদরিদ্র বাঁশদহা ইউনিয়নবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহত ছাত্রীদের একজন

আহত ছাত্রীদের একজন

আমির হোসেন খান চৌধুরী: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনের ধোয়া ও অন্ধকারে হুড়োহুড়িতে আহত হয়েছে হোস্টেলের ৫ জন ছাত্রী। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বাকি ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার কিছু আগে মহিলা হোস্টেলের নীচ তলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিয়ার রহমান এ প্রতিনিধিকে জানান, বৈদ্যুতিক সর্ক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনের ধোয়ায় ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে বলে তিনি জানান। আহত ছাত্রী আয়শা, সাদিয়া, খাদিজা ও মনালিসা হাসপাতালে চিকিৎসাধীন আছে। অগ্নিকা-ের খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ হাসান সরোওয়ার্দী ও উপাধ্যক্ষ এ কে এম আনোয়ারুজ্জামান মুকুলসহ সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ছাত্রীদের অভিযোগ, জেলার একমাত্র সরকারি মহিলা কলেজটির বর্তমান অধ্যক্ষ ড. সৈয়দ হাসান সরোওয়ার্দী কলেজে উপস্থিত থাকেন না বললেই চলে। তিনি ছুটির দরখাস্তে স্বাক্ষর করে রেখে দিনের পর দিন অনুপস্থিত থাকেন। বিশেষ দিবস বা বিশেষ কারণ ঘটলেই কেবল তিনি কলেজে আসেন। অন্য অধিকাংশ সময় তিনি জেলার বাইরে থাকেন। যদিও এই মুহুর্তে তিনি কলেজে আছেন। কারণ গত ১৮ সেপ্টেম্বর থেকে কলেজে অডিট চলছে, যা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
ছাত্রীরা আরও জানায়, কলেজটি মূলত উপাধ্যক্ষ এ কে এম আনোয়ারুজ্জামান মুকুলই পরিচালনা করেন। মহিলা কলেজের হোস্টেলের দায়িত্ব সাধারণত মহিলা শিক্ষকদের দেয়া হলেও আর তিনি হোস্টেল সুপার ও সহকারী হল সুপার হিসেবে দুইজন অল্পবয়সী পুরুষ শিক্ষককে দায়িত্ব দিয়ে রেখেছেন। যারা ঠিকমত মেয়েদের খোঁজখবর নিতে পারেন না বা নেন না। যে কারণে হোস্টেলের ছাত্রীরা যথাযথভাবে সেখানে থাকতে পারছে কিনা বা তাদের সুবিধা-অসুবিধা দেখার বা বোঝার কেউ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hqdefault-jugantor_6494নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া নদীতে র‌্যাবের সাথে জলদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের পর  বনদস্যুরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ সময় তারা ফেলে যায় ৪টি অস্ত্র ও  ৫৫ রাউন্ড গুলি। একই সময়ে তারা জিম্মি হিসাবে আটক ৬ জন জেলেকে উদ্ধার করেন। তাদের  তিনটি নৌকাও  ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
মেজর আদনান আরও জানান গত বুধবার সন্ধ্যা থেকে তারা সুন্দরবনে জলদস্যুদের হাতে জিম্মি হিসাবে আটক থাকা জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তিনি পরে দিতে পারবেন বলে জানান।
উল্লেখ্যঃ এর আাগে মুক্তিপনের দাবীতে গত মঙ্গলবার  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যুরা ২৫ টি নৌকা থেকে ৮ জেলে অপহরন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1474652325ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ পিছিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার রাতে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ তারিখ দেশে ফেরার কথা ছিল। এখন সেটা পিছিয়ে ৩০ তারিখে গেছে।’
প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁকে সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে। মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী গণ-অভ্যর্থনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল সেটা এখন ৩০ তারিখে হবে।’ পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান হানিফ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1207956510_1474629796আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানী।

বিকেল ৫টা ৫ মিনিটে আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায়, বোলিং অ্যাকশন সংশোধন করে পুনরায় পরীক্ষার পর তাসকিন ও সানীর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তারা এখন বল করতে পারবেন।

আইসিসির পরীক্ষায় পাস করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করায় কোনো বাধা রইল না এই দুজনের।

এর আগে গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তাসকিন-সানী। আজ সেটিরই ফল জানাল আইসিসি।

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন ও সানীর বিরুদ্ধে। পরে ভারতের চেন্নাইয়ের পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েন দুজনই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1226235384_1474633956ডেস্ক: বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে স্থান করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সৈন্য সংখ্যার হিসাবে আমেরিকা এবং রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত। পুরো বিশ্বে বিশাল সেনাবাহিনীর দিক দিয়ে চীনের পরই ভারতের স্থান।

বিশ্বে সেনাবাহিনীর অবস্থানে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরই ভারতের স্থান। সৈন্যসংখ্যার বিচারে পাকিস্তান পঞ্চম স্থানে থাকলেও সেনাবাহিনীর অন্যান্য দক্ষতার বিচারে পিছিয়ে থাকায় শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় প্রথম দশেও ঠাঁই হয়নি পাকিস্তানের।

পৃথিবীর সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকায় প্রথম স্থানে অবশ্যই আমেরিকা। দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন এবং চতুর্থ ভারত। প্রথম পাঁচে থাকা অপর দেশ হল ব্রিটেন। এরপর যথাক্রমে রয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও জাপান।

প্রথম দশে থাকা দেশগুলির মধ্যে চীন, ভারত, আমেরিকা ও রাশিয়া সৈন্যসংখ্যার বিচারে অন্য ছ’টি দেশের চেয়ে অনেক এগিয়ে। এর মধ্যে  সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। সে দেশের সেনাবাহিনীতে যোদ্ধার সংখ্যা ২২ লক্ষ ৮৫ হাজার। এ ছাড়াও আধাসামরিক বাহিনীতে রয়েছেন প্রায় ২৩ লাখ কর্মী। সব মিলিয়ে মোট সেনা প্রায় ৪৬ লাখ।

ভারতের সেনাবাহিনীতে এই মুহূর্তে কর্মীর সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার। আধাসামরিক বাহিনীতে রয়েছেন আরও প্রায় ২২ লাখ। সব মিলিয়ে তাদের সৈন্য সংখ্যা ৩৫ লাখের মতো।

সম্প্রতি কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ বিরাজ করছে। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দু’দেশের সংবাদমাধ্যমেই যুদ্ধের আশঙ্কার খবর ছড়িয়ে পড়েছে।

সেই হিসাবে দু’দেশের মধ্যে সহিংসতা শুরু হলে ভারতের সেনাবাহিনী হয়তো এগিয়েই থাকবে। তবে দু’দেশের এমন পরিস্থিতিতে শুধু দু’দেশের মধ্যেই না পুরো বিশ্বেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_726646753_1474622395ডেস্ক: কাশ্মীর ইস্যুতে বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সরাসরি পাকিস্তানে আক্রমণের কথা বলাবলি হচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

শুধু তাই নয় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলেও খবর পাওয়া গেছে। তবে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীও।

এদিকে ইতিহাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে রুশ বিমান বাহিনী। এই মহড়া চলবে দুই সপ্তাহ।

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় বলেছেন, প্রথম পাক-রুশ যৌথ মহড়ায় অংশ নিতে রুশ স্থল বাহিনী পাকিস্তানে এসে পড়েছে।

২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের এটি অন্যতম পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক সহযোগিতা বেশ জোরদার হয়েছে।

ভারত অধিকৃত কাশ্মিরের একটি সেনাঘাটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অনেকে ধারণা করেছিল রাশিয়া এই মহড়া বাতিল করে দিয়েছে। কিন্তু শুক্রবার রুশ বাহিনী পাকিস্তানে প্রবেশ করেছে।

কাশ্মিরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর ঠিক যে সময় দুই দেশের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে, সেইসময়ই এই মহড়া। ‘দ্য ডন’ জানিয়েছে পাকিস্তান সেনার মিডিয়া উইং আইএসপিআরের কিংবা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মুখপাত্ররা কেউই এই বিষয়ে মুখ খুলছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

পাটকেলঘাটা ডেস্ক : তালা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাস ১৯ দিনে ৯৮ জনের কাছ থেকে জরিমানা আদায় ও ৪০ জনের সাজা প্রাদান করেছে ভ্রাম্যমান আদালত। গত ১ জানুয়ারী ২০১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যমত্ম মোট ১ শত ৩৮ জন আসামীকে এ আদেশ দেন তালা উপজেলা নির্বাহী অফিসারের আদালত। ১শ ৩৮ জনের মধ্যে ৯৫% আসামী মাদক সংক্রামত্ম বিষয়ে এবং ৫% আসমীকে জুয়া সংক্রামত্ম বিষয়ে গ্রেফতার করে এ সাজা প্রদান ও জরিমানা আদায় করা হয় বলে থানা থেকে প্রাপ্ত তথ্য মতে জানাযায়। এর মধ্যে ৫দিনের সাজা ১ জন,৭ দিনের ১ জন,১০ দিনের ১ জন, ১৫ দিনের ৯ জন, ২০ দিনের ২ জন, ১ মাস ১২ জন, ২ মাস ১ জন, ৬ মাস ৪ জন, ১ বছর ৩ জন, ২ বছর ৬ জন। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ৫ জনের কাছ থেকে ১শত টাকা, ৪৬ জনের কাছ থেকে ২শত টাকা, ৭ জনের কাছ থেকে ৫শত টাকা, ৬ জনের কাছ থেকে ১ হাজার টাকা, ৩ জনের কাছ থেকে ১ হাজার ৫শত টাকা, ১১ জনের কাছ থেকে ২ হাজার টাকা, ৩ জনের কাছ থেকে ৩ হাজার টাকা, ১৬ জনের কাছ থেকে ৫ হাজার টাকা, ১ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest