সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

unnamedনিজস্ব প্রতিবেদক  : কপোতাক্ষ নদ থেকে অবাধে তোলা হচ্ছে বালি। দুইটি ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে বালি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় দুই হাজার ফুট দূরে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে বন্ধ করা হয়েছিলো বালি উত্তোলন। তবে প্রশাসন বন্ধ করার দুই দিন পরই আবারও শুরু হয়েছে উত্তোলন।
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় এ বালি উত্তোলন করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য প্রকাশ দালাল-এর তত্বাবধায়নে এ বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বছরের ছয় মাস পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয় তাদের। এজন্য নদ খনন করে তীরে দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। কিন্তু বালি উত্তোলনের কারণে যে কোন সময় ধসে পড়তে পারে বন্যা নিয়ন্ত্রণ ভেড়িবাঁধ।

শনিবার (৬এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সরেজমিনে গঙ্গারামপুর এলাকায় গিয়ে দেখা যায়, কপোতাক্ষ নদের ভেতরে দুইটি ড্রেজিং মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। দুইটি ড্রেজারে সাত জন শ্রমিক কাজ করছে। একটি ড্রেজিং মেশিনের বালি নির্মাণাধীন গঙ্গারামপুর সাইকোন শ্লেটারে কাজে লাগানো হচ্ছে। আরেকটি ড্রেজিং মেশিনের বালি প্রায় দুই হাজার ৭০০ ফুট দূরের একটি জমি ভরাট করা হচ্ছে। এ-বালি ঢাকার ঠিকাদারী প্রতিষ্টান ঢালী কন্সট্রাকশন সাইকোন শ্লেটারে নিচ্ছেন। আর স্থানীয় শামিম গাজী নামে এক ব্যক্তি বালি নিয়ে ভরাট করছেন নিজের জমি। স্থানীয় ইউপি সদস্য প্রকাশ দালাল বালি উত্তোলনের বিষয়টি প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করছেন বলে স্থানীয়রা জানান।
ড্রেজিং মেশিনের কাজে নিয়োজিত শ্রমিক রফিকুল ইসলাম জানান, ড্রেজিং মেশিনের মালিক পলাশের সাথে চুক্তি করে তিনি ওই কাজ করছেন। বিষয়টি নিয়ে ড্রেজিং মেশিনের মালিক ঈদ্রীসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
ইউপি সদস্যের পক্ষে সমন্বয়কারীর দায়িত্বে থাকা শ্যামল মন্ডল জানান, বালি উত্তোলনের জন্য কাগজে কোন অনুমতি নেই। ড্রেজিং মেশিন মালিকের এক ফুট বালির জন্য দিতে হয় সাড়ে চার টাকা ও প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করতে (এক ফুট বালি) দিতে হয় দুই টাকা। সব মিলিয়ে এক ফুট বালি উত্তোলন করতে সাড়ে ছয় টাকা খরচ হচ্ছে।
বিষয়টি নিয়ে শামিম গাজীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, দরজার কারখানা করার জন্য নিজের জমি ভরাট করছি। ইউপি সদস্য প্রকাশ দালাল-এর কাছে থেকে সাড়ে ছয় টাকা করে বালি ক্রয় করেছি। বালি উত্তোলনের জন্য তিনি প্রকাশ দালাল-এর কাছে ৫০ হাজার টাকা দিয়ে দিয়েছেন। এখনও আমাকে ওই টাকার বালি দেয়নি।
ইউপি সদস্য প্রকাশ দালাল জানান, প্রশাসনিক কোনো অনুমোদন নেই। এলাকার উন্নতির স্বার্থে এ কাজ করা হচ্ছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের যেন ক্ষতি না হয় সেভাবে বালি উত্তোলন করা হচ্ছে। মেশিনে বালি উত্তোলন করতে গেলে শ্রমিকদের টাকা ও তেলের টাকা দিতে হয়। এজন্য টাকা নিয়ে ছিলাম।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন আলী জানান, কিছু দিন আগে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সেখান থেকে সব কিছু নিয়ে আসা হয়েছিল। পরে কি হয়েছে, সে বিষয়টি তার জানা নেই।
পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের দায়িত্বে থাকা সাইদুর রহমান জানান, তাদের মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। তারা যদি না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালি উত্তোলনের বিষয়টি তার জানা নেই। তবে কেউ বালি উত্তোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রবীর গোস্বামী জানান, কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলন সম্পূর্ন অবৈধ। কেউ বালি উত্তোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

555555নিজস্ব প্রতিবেদক : জেলায় কাঁকড়া চাষ ও রপ্তানীর সমস্যা এবং সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় রপ্তানী উন্নয়ন ব্যুরো খুলনা এর আয়োজনে ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিজের সহযোগিতায় সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিজের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো খুলনার পরিচালক মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রপ্তানী উন্নয়ন ব্যুরো খুলনার সহকারী পরিচালক শফিকুল হাসান, চেম্বারের উর্দ্ধতন সহসভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ-সভাপতি কামরুজ্জামান মুকুল, পরিচালক আলহাজ্ব আব্দুল মান্নœান, আবুল বাশার পিয়ার, শহিদুল ইসলাম, জাকির হোসেন লস্কর, সৈয়দ শাহিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম, মশিউর রহমান, বিসমিল্লা হাচারীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় চাষিদের ডিজিটাল পর্দায় কাঁকড়া চাষ ও রপ্তানীর সমস্যা এবং সম্ভাবনা বিষয়ে উপরে দিক নির্দেশনা প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

34343কা‌লিগ‌ঞ্জে পা‌নি‌তে ডু‌বে আট বছ‌রের শিশুর মর্মা‌ন্তিক মৃত্যু
ভ্রাম্যমাণ প্র‌তি‌নিধ‌ি,কা‌লিগঞ্জঃ কা‌লিগ‌ঞ্জে মৌতলা গ্রা‌মে পুকু‌রে গোসল কর‌তে যে‌য়ে পা‌নি‌তে ডু‌বে সোমবার দুপুর সা‌ড়ে ১ টায় অ‌নিক না‌মের আট বছ‌রের শিশু মৃত্যুবরন ক‌রে‌ছে। সে উপ‌জেলার মৌতলা ইউনিয়‌নের কাজী শ‌রিফুল ইসলা‌মের ছে‌লে মৌতলা নতুন কু‌ড়ি কিন্ডার গা‌র্ডেনের তৃতীয় শ্রে‌ণির ছাত্র  অনিক হোসেন (৮)। পা‌রিবা‌রিক সুত্রে জানা যায় অনিক দুপুর ১টার সময় তার সমবয়সী  ৫-৬ জন বাচ্চা‌দের নি‌য়ে তার চাচা শ‌রিফুল ইসলা‌মের পুকু‌রে গোসল কর‌তে যায় । বাচ্চারা পুকু‌রের পা‌নি‌তে খেলা কর‌তে থাক‌ে কিন্তু তা‌দের খেলার সাথী অনি‌কের কথা ভু‌লেই গি‌য়ে‌ছিল সবাই। সব বাচ্চারা পুকুর থে‌কে যার যার মত বা‌ড়ি ফি‌ড়ে গে‌লেও বা‌ড়ি ফি‌রে যায়‌নি অনিক।এরপর অনি‌কের চাচা শ‌রিফুল ইসলাম দুপুর সা‌ড়ে ১ টায় ‌সেই পুকু‌রে গোসল কর‌তে  না‌মে। পা‌নি‌তে নে‌মে ডুব দি‌তে যে‌য়ে তার পা‌য়ের সা‌থে ধাক্কা লাগ‌ে মানু‌ষের দে‌হের এমনটা অনুভব কর‌ে সে। সা‌থে সা‌থে  ডুব দি‌য়ে পা‌নি থে‌কে নিথর এক‌টি বাচ্চার দেহ  উপ‌রে উঠা‌য়।উপ‌রে উঠা‌নোর সা‌থে সা‌থে দেখ‌তে পায় নিথর পা‌নির নি‌চে দেহটা আর কারও নয় তার ভাই‌পো অনি‌কের। সা‌থে সা‌থে শ্যামনগর স্বাস্থ্যকম‌প্লেক্্র এ নি‌য়ে গে‌লে সেখা‌নের কর্তব্যরত চিকিৎসক অনিক‌কে মৃত ঘোষনা ক‌রে। অনি‌কের এই মর্মা‌ন্তিক মৃত্যু‌তে তার প‌রিবা‌রে ও এলাকায় শো‌কের ছায়া বিরাজ কর‌ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1296870957_1494211007.jpg.pagespeed.ic.0Yc9BQWwDQডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনে দায়িত্বে থাকা আপিল বিভাগের কাছে আবেদন করেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানি। ওমর সানি লিখিত আবেদন করেন রোববার বিকেলে।

নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ভোট কারচুপির অভিযোগ এনে ওমর সানি লিখিত আবেদনপত্র দিয়েছেন। এ ব্যাপারে ৯ এপ্রিল (মঙ্গলবার) সিদ্ধান্ত দেয়া হবে।

নির্বাচনে আপিল বিভাগে প্রধান দায়িত্বে ছিলেন নাসিরুদ্দিন দিলু। তার দুই সহকারী হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু এবং মোহাম্মদ শামসুল আলম।

এ প্রসঙ্গে আপিল বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু বলেন, আমরা আবেদনের ব্যাপারে জেনেছি। মঙ্গলবার দুপুর ১২টায় এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু অনেক ব্যবধানে বিজয়ীরা জিতেছেন সেখানে নির্বাচন বাতিল করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। মঙ্গলবার এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

ওমর সানি অভিযোগে বলেন, এবারের নির্বাচনে ভোট সংগ্রহ হয়েছে ৫৫৮টি। এর মধ্যে ৮৯টি ভোট বাতিল বলে নির্বাচন বোর্ড প্রকাশ করেছে। মোট ফলাফল অসঙ্গতিপূর্ণ কেননা সভাপতি তিনজনের ভোট যোগ করলে মোট ৪৬৯টি ভোট হওয়া উচিত। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৪৫৬টি। অন্যান্য পদে প্রাপ্ত ভোটের যোগফল কোনোভাবেই বৈধ ব্যালটের সঙ্গে মিলে না। যেমন, কার্যনির্বাহী মোট ভোট হওয়া উচিত (৫১১*১১) = ৫৬২১টি। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৫৬৬৫টি। তাহলে অতিরিক্ত ৪৪টি বেশি ভোট কোথা থেকে এলো? এমনকি কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মোট ভোট ৪৬৫টি কিন্তু হওয়া উচিত ৪৬৯টি।

এছাড়া ওমর সানি শাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি প্রসঙ্গে বলেন, সমিতির সভাপতি শাকিব খান পদাধিকার বলে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারেন। কিন্তু নির্বাচন কমিশন গণনার সময় জোরপূর্বক তাকে অফিস থেকে বের করে দেয়া যা কোনোভাবেই কাম্য ছিলো না।

অভিযোগে ওমর সানি আরও বলেন, একটি পক্ষ নিজ স্বার্থে নির্বাচন বোর্ডকে প্রভাবিত করেছে। এমতাবস্থায় এ রকম অসঙ্গতিপূর্ণ ফলাফলে সম্পূর্ণ কারচুপির আশ্রয় নেয়া হয়েছে বলে এ ফলাফল বাতিল তথা নির্বাচন বাতিল করার আবেদন করছি।

গত শনিবার (৬ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

সহ-সভাপতি পদে রিয়াজ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নাদির খান পেয়েছেন ২৬৫ ভোট। কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১।

কার্যনির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪ ভোট), অঞ্জনা ( ৩২২ ভোট), সুশান্ত (৩৪২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), মৌসুমী (৩৪৯ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), পপি (৩০২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), নাসরিন (২৬৮ ভোট), জেসমিন (৩২৬ ভোট), ইমন (২৬২ ভোট), জ্যাকি আলমগীর (২৯৫ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট) ও কমল (২৪২ ভোট)। নির্বাচন কমিশনারের স্বাক্ষর করা কাগজ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন, যারা প্রত্যেকেই চলচ্চিত্রের নিবন্ধিত শিল্পী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1418467790_1494154345.jpg.pagespeed.ic.jffWAPlX6dরাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে।গত শনিবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেণ্ডাবর এলাকায় এ বিউটি পার্লারের উদ্বোধন করা হয়।
হিজড়া সম্প্রদায়ের একটি দল এ পার্লারটি পরিচালনা করবেন।  দেশে এটিই হিজরাদের প্রথম বিউটি পার্লার।পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিউটি পার্লারটির উদ্বোধন করেন।
রোববার ডিএমপি নিউজে এ খবর জানানো হয়েছে।
এ সময় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে, বেদে ও হিজড়া সম্প্রদায় মানুষ হয়েও তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত। সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় তারা বিভিন্ন অপরামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে সম্পৃক্ত করা জরুরি বলে মনে করেন অতিরিক্ত ডিআইজি।
হাবিবুর রহমান আরো বলেন, উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে বেদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউস, বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় সাভারের বেদে সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছিলেন। সম্প্রতি সেখানে বেদে সম্প্রদায়ের নারীদের কর্মসংস্থানের জন্য গড়ে তুলছেন উত্তরণ ফ্যাশন নামে একটি পোশাক কারখানা। এ ছাড়া সেখানে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
এ ব্যাপারে হিজড়া সম্প্রদায়ের সদস্য সামিউল আলম শাম্মী বলেন, ‘ডিআইজি স্যার তার  ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এ পার্লার করে দিয়েছেন। শুধু হিজড়ারাই এখানে কর্মরত থাকবে। নারীদেরই এ পার্লারটিতে সাজানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_617987235_1494220460.jpg.pagespeed.ic.JvB4shA9nSডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ইসলামিক স্টেট এর কথিত প্রধান আবদুল হাসিবকে হত্যা করেছে আফগান বিশেষ বাহিনী। আজ সোমবার আফগান প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তর থেকে বলা হয়েছে, আফগান বিশেষ বাহিনীর নেতৃত্বাধীন অভিযানে ১০ দিন আগে নিহত হন হাসিব।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানা যায়, গত মার্চে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিবকে দায়ী করা হয়েছিল। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর গত মাসে মার্কিন সেনাবাহিনী নানগারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে বিশ্বের সবচেয়ে বড় বোমা হামলা চালায়। এ সময় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও আফগান বিশেষ বাহিনীর অভিযানে হাসিব সম্ভবত নিহত হয়েছেন।

২০১৫ সালে আইএস কথিত খোরাসান প্রদেশ ঘোষণা করে। আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে ডাকে। এরপর থেকে তারা অঞ্চলটিতে একাধিক হামলা চালায়। বর্তমানে মধ্যপ্রাচ্যে এই নৃশংস জঙ্গি সংগঠনটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। টিকে থাকার লড়াইয়ে এরা দেশে দেশে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_865353931_1494125971.jpg.pagespeed.ic.DNylCeHr6yযখন কোকাকোলা পান করা হয় তখন পাকস্থলীতে কি ঘটতে পারে, ইউটিউবে ‘মোলটেন সায়েন্স’ নামক বিজ্ঞান চ্যানেল তা তুলে ধরে একটি সত্যিকারের ভীতিকর ভিডিও হিসেবে প্রকাশ করা হয়েছে।

ভিডিওটিতে একটি পরিস্কার পাত্রে থাকা পাকস্থলীর অ্যাসিডে এই সোডা ঢেলে দেখানো হয়, মিশ্রণটি বুদ্বুদ ও ধোঁয়া সৃষ্ট করে আলকাতরার মতো ফেনায় পরিণত হয়েছে। ভিডিওটিতে পাত্রটি খুব গরম হয়েছে বলে মন্তব্য শোনা যায় এবং পুডিং এর মতো ধরনের দেখায়।

কিন্তু ভিডিওটিতে যেভাবে দেখানো হয়েছে, পেটে যখন কোক যায়, তখন এই দৃশ্য পুরোপুরি হয়তো ঠিক নয়।

কেননা অনেকেই মতামত দিয়েছেন, ভিডিওটিতে পাকস্থলীর অ্যাসিড বলা হলেও, আসলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সোডা যুক্ত করে এমনটা দেখানো হয়েছে।

সালফিউরিক অ্যাসিড এবং পাকস্থলীর অ্যাসিড একই জিনিস নয়। পাকস্থলীর অ্যাসিড হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেখানে প্রোটিন ভাঙার কাজ করে, সেখানে সালফিউরিক অ্যাসিড তা জ্বালিয়ে অঙ্গারে পরিণত করে (ভিডিওতে তাই দেখা গেছে যে, দ্রবণ উপচে পড়ে গেছে)।

ভিডিওটি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কিন্তু পাকস্থলীর অ্যাসিড শিরোনামে সোডা পরীক্ষার এই ভিডিওটি বিভ্রান্তিকর বলেই মনে করা হচ্ছে।

তথ্যসূত্র : ইনসাইডার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

001আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা ৮ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয় ।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest